এক সিম থেকে অন্য সিমে ব্যালেন্স ট্রান্সফার করার পদ্ধতি!

Balance Transfer System
ব্যালেন্স ট্রান্সফার পদ্ধতি


সকল সিমের ব্যালেন্স ট্রান্সফার করার পদ্ধতিঃ

হ্যালো প্রিয় ভিজিটর! কেমন আছেন আপনারা?

আশা করি সবাই ভালো আছেন। আজকের আর্টিকেলে আপনাদের সাথে একটি গুরুত্তপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। 

আজকের আর্টিকেলে আপনাদের সাথে দেশের সকল অপারেটরের ব্যালেন্স ট্রান্সফার নিয়ে বিস্তারিত আলোচনা করব।

এই আর্টিকেল পড়ে আপনারা খুব সহজেই এক সিম থেকে অন্য সিমে ব্যালেন্স ট্রান্সফার করতে পারবেন।


আজ থেকে কয়েকদিন আগে ব্যালেন্স ট্রান্সফার করাটা ছিল অনেক কঠিন। কিন্তু আজকের দিনে এক সিম থেকে অন্য সিমে ব্যালেন্স পাঠানো বা ব্যালেন্স ট্রান্সফার করার অনেক সহজ। মাএ কয়েক সেকেন্ডে এক সিম থেকে অন্য সিম ব্যালেন্স ট্রান্সফার করতে পারবেন।


অনেক সময় দেখা যায়, আমরা দোকান থেকে যখন টাকা পাঠাই তখন টাকা ভূল বশত অন্য নাম্বারে চলে যায়, এখন আমরা ভূল নাম্বারে ফোন করে বলে দেয় যে আপনার নাম্বারে ভূলবশত টাকা চলে গেছে।

এমতবস্থায় তিনি বলেন পরে দেবে বা অনেক দেবে না বলে দেয়। কিন্তু এখন আর এই সমস্যা হবে না।


আপনি তাকে বলতে পারেন আপনার সিমে ভূল বশত ১০০৳ রিচার্জ চলে গেছে! আপনি উক্ত টাকা আমার এই নাম্বারে ট্রান্সফার করে দিন প্লিজ। 

এখন ওই ব্যাক্তি যদি ভালো হয় তাহলে সে খুব সহজেই  আপনাকে আপনার প্রাপ্য টাকা ব্যাক দিয়ে দিতে পারেন ব্যালেন্স ট্রান্সফার এর মাধ্যমে।


অথবা অনেক সময় দেখা দেয়, আপনার বন্ধুর সিমে অনেক টাকা আছে। এই পদ্ধতি ব্যবহার করে আপনি আপনার বন্ধুর সিম বা যেকোনো সিম থেকে আপনার সিমে ব্যালেন্স নিতে পারবেন।

মজার ব্যাপার হলো এটা যে, দেশের সকল অপারেটর(গ্রামীন/রবি/এয়ারটেল/বাংলালিংক/টেলিটক) এ এই সার্ভিস রয়েছে।

আপনারা যেই সিম চালান না কেন উক্ত সিমে থেকে অন্য সিমে বা অন্য সিম থেকে আপনার সিমে ব্যালেন্স নিতে পারবেন।

এটা একটি অসাধারণ আপডেট। দেশের একপ্রান্ত থেকে অন্য প্রান্তে ব্যালেন্স ট্রান্সফার করতে পারবেন।


ব্যালেন্স নেওয়ার কিছু নিয়ম ও শর্ত আছে যেমন এক অপারেটর থেকে অন্য অপারেটরে ব্যালেন্স ট্রান্সফার করা যাবে না। যেমন, আপনি গ্রামীন সিম থেকে গ্রামীন সিমেই ব্যালেন্স ট্রান্সফার করতে পারবেন।এক অপারেটর থেকে অন্য অপারেটরে ব্যালেন্স পাঠানো বা ট্রান্সফার করা যায় না। আপনি রবি টু রবি/গ্রামীন টু গ্রামীন/এয়ারটেল টু এয়ারটেল সহ অন্যান্য অপারেটর গুলো একইভাবে কাজ করবে।

মুল কথায়, আপনার অপারেটর থেকে একই অপারেটরের অন্য সিমে ব্যালেন্স ট্রান্সফার করতে পারবেন।

 আরো অনেক শর্ত ও লিমিট রয়েছে। নিচে এই নিয়ে আরো বিস্তারিত আলোচনা করা হলো;-


গ্রামীনফোন সিমে ব্যালেন্স ট্রান্সফার ও শর্তাবলীঃ

গ্রামীনফোন গ্রাহকরা ডায়াল এবং মাই জিপি অ্যাপ উভয় পদ্ধতিতে নির্দিষ্ট উপায়ে ব্যালেন্স ট্রান্সফার করতে পারবেন।

গ্রামীন সিমে ব্যালেন্স ট্রান্সফার সেবা চালু ও শর্তাবলীঃ 

১। ব্যালেন্স ট্রান্সফার সার্ভিস নেওয়ার জন্য আপনাকে প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে।

২। রেজিস্ট্রেশন করার জন্য *১২১*১৫০০# ডায়াল করুন তারপর ১ লিখে সেন্ড করুন। ফিরতি এসএমএস এ আপনাকে পিন নাম্বার ও ব্যালেন্স ট্রান্সফার এর কনফার্মেশন জানিয়ে দেয়া হবে।উক্ত পিন আপনারা চেঞ্জ/পরিবর্তন করতে পারবেন। (আপনারা মাইজিপি অ্যাপ থেকে সহজেই রেজিস্ট্রেশন করতে পারবেন)

৩। ব্যালেন্স ট্রান্সফার করার জন্য *১২১*১৫০০# ডায়াল করে ২ লিখে সেন্ড করুন ও নির্দেশনা অনুসরণ করুন। এই ব্যালেন্স ট্রান্সফার আপনারা মাই জিপি অ্যাপ থেকেও করতে পারবেন।নিচে ব্যালেন্স ট্রান্সফার এর নিয়ম দেয়া হলো।

৪। ব্যালেন্স ট্রান্সফার সেবা পেতে হলে ৬ মাসের অধিক সময় ধরে গ্রামীন নেটওয়ার্ক ব্যবহার করতে হবে অথবা একবারে ৩০০ টাকা বা তা বেশি পরিমান রিচার্জ করতে হবে।

৫। এই সেবা গ্রামীনফোন এর প্রি-পেইড গ্রাহকরাই নিতে পারবে ও তারা চাইলে অন্য প্রি-পেইড ও পোস্ট-পেইড নাম্বারে ব্যালেন্স পাঠাতে পারবেন।

৬। ব্যালেন্স ট্রান্সফার করতে কোনো চার্জ নেই। আপনি ৫০ টাকা পাঠালো ৫০ টাকাই প্রাপকের একাউন্টে যাবে।

৭। *১২১*১৫০০# ডায়াল করে পিন চেঞ্জ সহ আরো অনেক সুবিধা পাবেন।

লিমিট ও পরিমানঃ

১০ টাকা থেকে ১০০ টাকা ব্যালেন্স ট্রান্সফার করতে পারবেন। একজন গ্রাহক প্রতি মাসে ১০বার ব্যালেন্স ট্রান্সফার করতে পারবেন।


কিভাবে ব্যালেন্স ট্রান্সফার করবেনঃ

১। *১২১*১৫০০# ডায়াল করুন।

২। ২ লিখে সেন্ড করুন।

৩। যেই নাম্বারে টাকা ট্রান্সফার করতে চান সেই নাম্বার দিন(০১৭*******১)

৪। এমাউন্ট/কত টাকা পাঠাবেন তার পরিমান দিন। (১০৳-১০০৳)

৫। পিন দিয়ে সেন্ড করুন। (রেজিস্ট্রেশন করার পর যেই পিন পেয়েছেন)

এইভাবে আপনারা খুব সহজেই গ্রামীন সিম থেকে অন্য গ্রামীন সিমে টাকা/ব্যালেন্স ট্রান্সফার করতে পারবেন।

এই ব্যালেন্স ট্রান্সফার আপনারা মাই জিপি অ্যাপ থেকেও খুব সহজেই করতে পারবেন।


এয়ারটেল সিমে ব্যালেন্স ট্রান্সফার ও এর শর্তাবলীঃ

১। আপনাকে সর্বনিম্ন ১ মাস এয়ারটেল নেটওয়ার্কে থাকতে হবে।

২। আপনারা প্রি-পেইড থেকে পোস্ট-পেইড নাম্বারে ব্যালেন্স পাঠাতে পারবেন।

৩। এয়ারটেল টু এয়ারটেল ব্যালেন্স ট্রান্সফার করলে প্রতি ট্রান্সফারে প্রাপক ও প্রেরকের ব্যালেন্স থেকে ২.৫৫৳ করে চার্জ কাটা হবে।(সকল চার্জ অন্তর্ভুক্ত)

৪। ব্যালেন্স পাঠানোর পর প্রাপকের ব্যালেন্স এ চার্জ কাটার সমপরিমান টাকা (২.৫৫৳) থাকতে হবে।

লিমিট ও পরিমানঃ

৫ টাকা থেকে ১০০ টাকা ব্যালেন্স ট্রান্সফার করতে পারবেন। 

 ১ দিনে সর্বোচ্চ ৫০০৳ এবং মাসে সর্বোচ্চ ১০০০৳ ব্যালেন্স ট্রান্সফার করতে পারবেন।


কিভাবে ব্যালেন্স ট্রান্সফার করবেনঃ

মেসেজ অপশনে গিয়ে লিখুন BTR xxxx 016******5 45 এবং পাঠিয়ে দিন 1000 নম্বরে। 

এখানে,

১। BTR -------ব্যালেন্স ট্রান্সফার

২। xxxx ------পিন(পিন এর অন্য মেসেজ অপশনে লিখুন PIN এবং পাঠিয়ে দিন 1000 নম্বরে)

৩। 016******5 ------ মোবাইল নাম্বার(যেই সিমে ব্যালেন্স পাঠাবেন)

৪। 45 ------ রিচার্জের পরিমান(যত টাকা রিচার্জ করতে চান)

*এই কাজ আপনারা মাই এয়ারটেল অ্যাপ  থেকে আরো সহজে করতে পারবেন।


রবি সিমে ব্যালেন্স ট্রান্সফার ও এর শর্তাবলীঃ

অন্যান্য সিমের চেয়ে রবি সিম বেশি একটা সেবা দিচ্ছে। আপনার রবি প্রি-পেইড সিমে ১ টাকার কম ব্যালেন্স হয়ে গেলেই অন্য একজন কে ব্যালেন্স এর জন্য রিকুয়েস্ট পাঠাতে পারবেন। তাছাড়া রবি সিমে ব্যালেন্স ট্রান্সফার করার  জন্য রেজিস্ট্রেসন বা নিবন্ধন করার প্রয়োজন নেই।

১। রবি সিমে ব্যালেন্স ট্রান্সফার এই সুবিধা পাওয়ার জন্য আপনাকে সর্বনিম্ন ৩০ দিন রবি নেটওয়ার্কে থাকতে হবে।

২। প্রি-পেইড এবং পোস্ট-পেইড উভয় প্যাকেজে এই সার্ভিস আছে।


কিভাবে ব্যালেন্স ট্রান্সফার করবেনঃ

মেসেজ অপশনে গিয়ে লিখুন ৩০ এবং ০১৮*******৯ ১২১০ নম্বরে এসএমএস পাঠিয়ে দিন।

এখানে,

৩০ হলো ব্যালেন্স ট্রান্সফার এর এমাউন্ট বা টাকার পরিমান।

০১৮********৯ হলো যেই নাম্বারে টাকা পাঠাবেন।


লিমিট ও পরিমানঃ

প্রতি লেনদেন ৫৳ থেকে ১০০৳ এবং দিনে সর্বোচ্চ ৫০০৳ ব্যালেন্স ট্রান্সফার করতে পারবেন।

১ দিনে সর্বোচ্চ ৫০০৳ এবং মাসে সর্বোচ্চ ১০০০৳ ব্যালেন্স ট্রান্সফার করতে পারবেন।

প্রতি লেনদেন প্রেরক ও প্রাপক উভয়ের কাছ থেকে ২৳ করে চার্জ কাটা হবে। 

*এই কাজ আপনারা মাই রবি অ্যাপ থেকে আরও সহজে করতে পারবেন।


বাংলালিংকে ব্যালেন্স ট্রান্সফার ও শর্তাবলীঃ

বাংলালিংক থেকে অন্য বাংলালিংক সিমে ফ্রিতে কোনো চার্জ ছাড়াই ব্যালেন্স ট্রান্সফার করতে পারবেন।

১। এই সেবা পাওয়ার জন্য বাংলালিংক গ্রাহককে অন্যদের মত ১ মাস এই নেটওয়ার্কে থাকতে হবে।

২। বাংলালিংক সিম থেকে ব্যালেন্স ট্রান্সফার সেবা পেতে হলে আপনাকে আগে রেজিস্ট্রার করতে হবে।

২। রেজিস্ট্রার করার জন্য *১০০০# ডায়াল করে পরবর্তী নির্দেশনা অনুসরণ করুন।

৩। রেজিস্ট্রেশন সম্পন্ন হওয়ার সাথে সাথে পপ আপ এর মধ্যে আপনাকে পিন জানিয়ে দেয়া হবে।( এটি সংরক্ষন করে রাখুন) 

৪। একবার ব্যালেন্স ট্রান্সফার ট্রান্সফার/গ্রহন এর পরবর্তী ৩০ মিনিট ট্রান্সফার/গ্রহন করা যাবে না।

৫। ইমারজেন্সি ব্যালেন্স পরিশোধ না করা থাকলে এই সেবা পাওয়া যাবে না।


কিভাবে ব্যালেন্স ট্রান্সফার করবেনঃ

*১০০০# ডায়াল করে পরবর্তী নির্দেশনা অনুসরণ করুন।

লিমিট ও পরিমানঃ

প্রতি লেনদেনে ১০৳ থেকে ১০০৳ পাঠানো/ট্রান্সফার করা যাবে।

১ দিনে সর্বোচ্চ ৫০০৳ এবং মাসে সর্বোচ্চ ১০০০৳ ব্যালেন্স ট্রান্সফার করা যাবে।

*বাংলালিংক সিম থেকে ব্যালেন্স ট্রান্সফারে কোনো চার্জ নেই।


টেলিটকে ব্যালেন্স ট্রান্সফার ও শর্তাবলীঃ

বাংলালিংক এর মত টেলিটকেও আপনি ফ্রিতে এই সেবা উপভোগ করতে পারবেন।

টেলিটক এর ব্যালেন্স ট্রান্সফার সিস্টেম/পদ্ধতি অনেক সহজ। আপনাকে রেজিস্টার সহ অন্য কোনো ঝামেলা পোহাতে হয় না।

টেলিটক টু টেলিটক ব্যালেন্স ট্রান্সফার ডায়াল এবং মাই টেলিটক অ্যাপ থেকেও করা যায়।

১। টেলিটকের সকল প্রি-পেইড গ্রাহক এই সেবা নিতে পারবে।(প্রি-পেইড-প্রি-পেইড)

২। এই সেবা নিতে রেজিস্ট্রেশন করার দরকার নেই।

৩। কোনো প্রকার চার্জ ছাড়াই এই সেবা নেয়া যাবে।


কিভাবে ব্যালেন্স ট্রান্সফার করবেনঃ

ডায়াল প্যাডে গিয়ে ডায়াল করুন *১২৪*পিন*টাকার পরিমান*মোবাইল নাম্বার#

উদাহরণঃ 

*124*1234*50*01500000000#

*124*12345678*50*01500000000#

এখানে,

৫০/50 হলো টাকার পরিমান।

1234/12345678 হলো পিন ( যেকোনো একটি দিয়ে ব্যালেন্স ট্রান্সফার করতে পারবেন)

01500000000 হলো যেই একাউন্ট এ টাকা পাঠাবেন সেই নাম্বার।

*এই ব্যালেন্স ট্রান্সফার আপনার আমাই টেলিটক অ্যাপ থেকে অনেক সহজেই করতে পারবেন।

লিমিট ও পরিমানঃ

১। প্রতি লেনদেনে ১০৳ থেকে ৫০৳ ট্রান্সফার করা যাবে।

২। প্রতিদিন সর্বোচ্চ ৫০০৳ ব্যালেন্স ট্রান্সফার করা যাবে।

৩। প্রতি মাসে সর্বোচ্চ ১০০০৳ ব্যালেন্স ট্রান্সফার করা যাবে।

৪। দিনে সর্বোচ্চ ১০ বার ব্যালেন্স ট্রান্সফার করা যাবে।

৫। কোনো প্রকার চার্জ ছাড়াই ব্যালেন্স ট্রান্সফার করতে পারবেন।


সতর্কতাঃ

ব্যালেন্স ট্রান্সফার এ এমাউন্ট  ডেসিমেল সংখ্যায় লিখতে হবে যেমন, 20/30/32/21/50/43

দশমিক ভাবে এমাউন্ট লিখা যাবে না যেমন, 40.5/21.8/10.7 

আজকের আর্টিকেলের তথ্যগুলো দেশের সকল অপারেটর এর অফিসিয়াল সাইট/পেইজ/শর্টকোড/কল সেন্টার থেকে নেয়া হয়েছে।

এই আর্টিকেলে দেয়া সকল তথ্য/লিমিট/এমাউন্ট/চার্জ যেকোনো সময় অপারেটর কর্তৃক পরিবর্তন হতে পারে।

আপডেট সম্পন্ন তথ্য পেতে নিচে কমেন্ট,নিয়মিত ভিজিট করুন।

আপনি যেই অপারেটরের ব্যালেন্স ট্রান্সফার এর সেবা নিতে চান সেই অপারেটরের সিম থেকে ১২১(কাস্টমার কেয়ার হেল্পলাইন) এ করেও এই বিষয়ে আপডেট জানতে পারবেন।


এই আর্টিকেল পড়ে আপনার কোন অপারেটরের সেবা বেশি পছন্দ হয়েছে তা অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন। আমার কাছে টেলিটক এর ব্যালেন্স ট্রান্সফার সার্ভিস সব থেকে ভালো লেগেছে।


আজকের মত এই পর্যন্তই! যদি আজকের ব্লগটি আপনাদের উপকারে ও ভালো লেগে থাকে তাহলে আমাদের সাইট লিংক আপনাদের বন্ধুদের কাছে শেয়ার করুন।

প্রতিদিন এই রকম প্রয়োজনীয় টিপস পেতে আমাদের ওয়েবসাইট নিয়মিত ভিজিট করুন।

দোয়ামে ইয়াদ রাখনা

খোদা হাফেজ

কোনো কিছু জানার বা অভিযোগ থাকলে নিচে কমেন্ট করুন

একটি মন্তব্য পোস্ট করুন

কোনো কিছু জানার বা অভিযোগ থাকলে নিচে কমেন্ট করুন

এখানে কমেন্ট/মন্তব্য করুন (0)

নবীনতর পূর্বতন