বিকাশ/রকেট/নগদ/উপায় একাউন্টের মালিকানা পরিবর্তনের পদ্ধতি

মোবাইল ব্যাংকিং একাউন্টের মালিকানা পরিবর্তন
মোবাইল ব্যাংকিং একাউন্টের মালিকানা পরিবর্তন

কিভাবে বিকাশ/রকেট/নগদ/উপায়ের একাউন্ট এর মালিকানা পরিবর্তন করবেন? 

হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই?

আশা করি সবাই ভালো আছেন। আজকের ব্লগে আপনাদের সাথে মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস এর  একটি গুরুত্তপূর্ন বিষয় নিয়ে আলোচনা করা হবে।

বিকাশ একাউন্ট এর মালিকানা পরিবর্তন কী?

বিকাশ একাউন্টের মালিকানা পরিবর্তন বলতে কোনো একটি বিকাশ একাউন্ট এর  বর্তমান মালিক কে পরিবর্তন করে অন্য কারোর নামে বিকাশ একাউন্ট টি করে নেয়া কে বুঝি। 

ধরুন, আপনার বাবার আইডি কার্ডের মাধ্যমে একটি বিকাশ একাউন্ট খোলা আছে। যেই বিকাশ একাউন্ট টি আপনি ব্যবহার করেন।এখন কোনো কারণে বিকাশ একাউন্ট এর কোনো সমস্যা হলে আপনার বাবার আইডি ও উনাকে  গিয়ে  বিকাশ একাউন্টিকে সচল করে আনতে হবে। এমতবস্থায় আপনার বাবা না থাকলে একাউন্ট টিকে সচল করতে পারবেন না। কারণ আপনার বাবার আইডি কার্ডের মাধ্যমে বিকাশ একাউন্ট টি করা ছিল। আপনি সকল তথ্য নিয়ে গেলেও আপনাকে সচল করে দেয়া হবে না।  এই রকম সমস্যা থেকে শুরু করে আরো অনেক সমস্যায় না পরতে চাইলে বিকাশ একাউন্ট কে  আপনার নামে মালিকানা পরিবর্তন করে রাখলে ভালো হয়।এখানে আমি শুধুমাএ বিকাশের কথা বলছি; এই একই পদ্ধতি সকল মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসের বেলায় একই। যেমন, বিকাশ/রকেট/নগদ/উপায় এই সকল সার্ভিসের বেলায় একই নিয়ম অবলম্বন করতে হবে। 

মূলকথায়ঃ

বিকাশ / রকেট / নগদ / উপায় একাউন্ট এর বর্তমান মালিক পরিবর্তন করে অন্য কারো নামে বিকাশ টি করে নেয়াকেই মালিকানা পরিবর্তন বুঝায়।

জরুরী নোটিশঃ 

অনেক সময় দেখা যায় বিকাশ একাউন্টটি কার নামে বা কার আইডি দিয়ে করা আছে তা জানা থাকে না। এমতবস্থায় আপনাকে যত তাড়াতাড়ি সম্ভব এর মালিকানা পরিবর্তন বা একাউন্ট এর তথ্য হালনাগাদ করে নিতে হবে।বিকাশ কার নামে করা আছে সেটা জানা না থাকলে এবং এমন অবস্থায় বিকাশ একাউন্ট এর কোনো সমস্যা হলে আপনাকে অনেক ঝামেলা পোহাতে হবে। এই জন্য আপনার ব্যবহার একাউন্ট আপনার নামে করে ফেলা খুব জরুরী। এটা শুধুমাএ বিকাশ নয়; সকল একাউন্ট এর বেলায় একই নিয়ম অনুসরণ করতে হবে।

আরেকটি বিষয় একাউন্ট এর মালিকানা পরিবর্তন এক জিনিস আর একাউন্ট হালনাগাদ আরেক জিনিস।

একাউন্ট হালনাগাদ কিঃ

১/ একাউন্ট হালনাগাদ বলতে একাউন্ট এর তথ্য আপডেট করাকে বুঝায়। আপনার আইডি দিয়ে একটি বিকাশ একাউন্ট আছে, কিন্তু একাউন্ট এর তথ্য এর সাথে আপনার আইডির মধ্যে কিছু পার্থক্য আছে। একাউন্ট কিন্তু আপনার আইডি দিয়েই নেয়া হয়েছে। তখন আপনাকে আপনার আইডি নিয়ে একাউন্ট এর তথ্য আপডেট বা হালনাগাদ করতে হবে।

২/ একাউন্ট কার নামে আছে জানা নেই। এমতবস্থায় আপনাকে একাউন্ট টি আপনার নামে হালনাগাদ করতে হবে। একাউন্ট এর আসল মালিক যেহেতু নেই এমন সময় আপনাকে একাউন্ট এর মধ্যে থাকা ব্যালেন্স ও সর্বশেষ লেনদেন জানা থাকতে হবে।এটা অনেক টা মালিকানা পরিবর্তনের মতই। পার্থক্য হলো এখানে মালিক কে ছাড়াই একাউন্ট এর স্ট্যাট্মেন্ট ( ব্যালেন্স + সর্বশেষ ) জানিয়ে নিজের নামে করে নেয়া। এইভাবে একাউন্ট হালনাগাদ করলেই একাউন্ট টি আপনার নামে হয়ে যাবে। আগের থাকা মালিক এর একাউন্ট থাকবে না।

একাউন্ট এর তথ্য আপডেট বা হালনাগাদ করতে কি কি লাগেঃ

১/ যার নামে একাউন্ট হালনাগাদ করবেন তার আসল আইডি।

২/ আইডির ১ কপি রঙ্গিন ফটোকপি।

২। এক কপি পাসপোর্ট সাইজের ছবি।

৩/ একাউন্ট এর বর্তমান ব্যালেন্স।

৪। একাউন্টের সর্বশেষ যেকোনো একটি লেনদেন ও এর পরিমান কত।

*এই তথ্য গুলো থাকলে আপনি নিকটস্থ বিকাশ প্লাস/কেয়ার/গ্রাহক সেবা কেন্দ্র থেকে খুব সহজেই একাউন্ট টি আপনার নামে হালনাগাদ করতে পাড়বেন* 

৫/ একাউন্ট এর ব্যালেন্স বা সর্বশেষ লেনদেন এর তথ্য না থাকলে যার নামে বিকাশ ছিল তাকে গিয়ে বিকাশ একাউন্ট ঠিক করে আনতে হবে।

৬/ বিকাশ সিম ও মোবাইল। 

একাউন্ট এর মালিকানা পরিবর্তন করতে কি কি লাগেঃ

১/ একাউন্ট যার নামে আছে তাকে সহকারে তার আইডি ও ছবি।

২/ একাউন্ট যার নামে হবে তার আইডি ও ছবি।

৩/ বিকাশ সিম ও মোবাইল।

৪। একাউন্ট এর বর্তমান তথ্য জানা না থাকলে একাউন্ট এর মালিক কে সাথে নিতে হবে। একাউন্ট এর মধ্যে থাকা ব্যালেন্স ও লেনদেন এর পরিমান জানা থাকলে আপনি একা গিয়েই নিজের নামে করে আনতে পারবেন।

অতএব, বিকাশ একাউন্ট এর ব্যালেন্স ও লেনদেন এর পরিমান জানা থাকলে একাই গিয়ে নিজের নামে করে আনা যাবে। কিন্তু একাউন্ট এর তথ্য জানা না থাকলে যার আইডি দিয়ে একাউন্ট করা আছে তাকে গিয়ে একাউন্ট সচল করে নিতে হবে।

কোথায় থেকে মালিকানা পরিবর্তন বা একাউন্ট হালনাগাদ করা যাবেঃ

আপনি যেই একাউন্ট এর মালিকানা পরিবর্তন / একাউন্ট এর তথ্য হালনাগদ করতে চান, সেই একাউন্টের নিকটস্থ কাস্টমার কেয়ার বা রিটেইলার অফিস থেকে মালিকানা পরিবর্তন বা হালনাগাদ করতে পারবেন।

বিকাশের কাস্টমার কেয়ার নামঃ বিকাশ প্লাস/ বিকাশ কেয়ার/ গ্রাহক সেবা কেন্দ্র ইত্যাদি। 

যেমন, আপনার যদি বিকাশ একাউন্ট হয় তাহলে নিকটস্থ বিকাশ কেয়ার বা গ্রাহক সেবা কেন্দ্র থেকে একাউন্ট হালনাগাদ সহ সকল সেবা পাবেন।

নগদ একাউন্ট হলে নিকটস্থ নগদ কাস্টমা কেয়ার এ গিয়ে যোগাযোগ করতে হবে। 

মালিকানা পরিবর্তনের কোনো চার্জ আছেঃ

মালিকানা পরিবর্তন / হালনাগাদ করার কোনো চার্জ নেই।একদম ফ্রিতে মালিকানা পরিবর্তন/হালনাগাদ সহ অনেক সুবিধা পাবেন।

মালিকানা পরিবর্তন করলে একাউন্ট এ থাকা ব্যালেন্স এর কোনো ক্ষতি হবেঃ

একদম না। আপনার ব্যালেন্স এ থাকা টাকা যথাযথ ভাবে থাকবে। 

মালিকানা পরিবর্তন করার সুবিধাঃ

মালিকানা পরিবর্তন করার অনেক সুবিধা আছে। একাউন্ট এর সিম হারিয়ে যাওয়ার / গেলেও  কোনো চিন্তা থাকবে না। 

১/ একাউন্ট এর সিম হারিয়ে গেলে আবার একাউন্ট এর কোনো ক্ষতি হবে না। সিম টি তুলে নিলেই একাউন্ট চালু হয়ে যাবে। সিম তুলার পর ২৪ ঘন্টার মধ্যে একাউন্ট আগের মত সচল হয়ে যাবে।

২/ একাউন্ট লক হওয়ার কোনো ভয় নেই। যেহেতু আপনার নামে আছে আপনি চাইলেই লক বা পিন রিসেট করতে পারবেন।

৩/ বিকাশ সিম হারিয়ে যাওয়ার কোনো ভয় নেই। 

৪/ একাউন্ট এর ব্যালেন্স ও স্ট্যাট্মেন্ট মনে রাখার প্রয়োজন নেই। 

৫/ ইত্যাদি (আরো অনেক সুবিধা আছে)

একজনের আইডি কার্ডের মাধ্যমে কতটি একাউন্ট চালানো যায়ঃ

একজন মানুষ তার আইডি দিয়ে একই সার্ভিসের মাএ একটি একাউন্ট চালাতে পারবে।যেমন, আপনি আপনার আইডি দিয়ে একটি বিকাশ চালু রাখতে পারবেন।একইভাবে একটি নগদ/রকেট/উপায় চালু রাখতে পারবেন। আপনি চাইলে একইসাথে আপনার আইডি দিয়ে সবগুলো একাউন্ট একটি করে চালাতে পারবেন।(১ টি  বিকাশ + ১ টি নগদ + ১ টি রকেট + ১ টি উপায় চালাতে পারবেন। সবগুলোই চালাতে পারবে কিন্তু একটি মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসের একাউন্ট একটি ই থাকবে। অপরদিকে আপনি ১ টি পারসোনাল একাউন্ট একাউন্ট পাশাপাশি ১ টি এজেন্ট সিম নিতে পারবেন।এই নিয়ে সামনে আলাদা ব্লগ পোস্ট করা হবে সাথেই থাকুন। 

একাউন্ট এর  মালিকানা পরিবর্তন করতে কত সময় লাগেঃ

একাউন্ট এর মালিকানা পরিবর্তন / হালনাগাদ করতে ১৫-২০ মিনিট সময় লাগে। কম বেশিও হতে পারে।

সতর্কতাঃ

একাউন্ট এর মালিকানা পরিবর্তন / তথ্য হালনাগাদ করতে আপনাকে সকল তথ্য সঠিক দিতে হবে। নিকটস্থ কাস্টমার কেয়ারের ঠিকানা জেনে যোগাযোগ করুন।বিস্তারিত জানতে ও কাস্টমার কেয়ারের ঠিকানা জানতে উক্ত সার্ভিসের হেল্প লাইনের কল করুন।

বিকাশঃ ১৬২৪৭ / support@bkash.com / livechat.bkash.com

নগদঃ ১৬১৬৭ / 09609616167 / info@nagad.com.bd

রকেটঃ ১৬২১৬

উপায়ঃ ১৬২৬৮ / info@upaybd.com

এই নিয়ে আমাদের চ্যানেলে ভিডিও দেয়া আছে দেখে আসতে পারেনঃ

দেখতে ক্লিক করেনঃ

বিকাশ নিয়ে আরো কিছুঃ 

এই মালিকানা  পরিবর্তন নিয়ে আমাদের অফিসিয়াল চ্যানেলে ভিডিও দেয়া হবে। সবার আগে দেখতে সাবস্ক্রাইব করে আসুন।
বিকাশ এর চলমান কিছু অফার দেখতে ক্লিক করুন। 
বিকাশ অ্যাপ ডাউনলোড করুনঃ 
বিকাশের সকল অফার ও আপডেট সবার আগে পেতে আমাদের সাথেই থাকুন।
আমাদের ওয়েবসাইট
আমাদের চ্যানেল
আমাদের পেইজ
আমাদের গ্রুপ
আমাদের ইমেইল
যোগাযোগ করুন

কোনো কিছু জানার বা অভিযোগ থাকলে নিচে কমেন্ট করুন

একটি মন্তব্য পোস্ট করুন

কোনো কিছু জানার বা অভিযোগ থাকলে নিচে কমেন্ট করুন

এখানে কমেন্ট/মন্তব্য করুন (0)

নবীনতর পূর্বতন