আপনার NID কার্ড দিয়ে কতটি সিম নিবন্ধিত আছে দেখুন!

HOW MANY REGISTERED SIM CHECK
NID দিয়ে কতটি সিম নিবন্ধিত দেখুন

আপনার NID Card দিয়ে কতটি সিম নিবন্ধিত আছে দেখুনঃ

বিসমিল্লাহির রাহমানির রাহিম।

হ্যালো বন্ধুরা কেমন আছেন আপনারা? আজকের ব্লগে আপনাদের সাথে সিমের একটি গুরুত্তপূর্ন বিষয় নিয়ে আলোচনা করব।


কিভাবে দেখবেন আপনার আইডি দিয়ে কতটি সিম ও কোন কোন  সিম নিবন্ধিত আছে। এটি জানা একজন নাগরিকের জন্য অত্যন্ত প্রয়োজনীয় ব্যাপার। আজকের এই আর্টিকেটি মনোযোগ দিয়ে পড়ার পর আপনি নিজেই দেখতে পারবেন যে, আপনার আইডি দিয়ে কতটি সিম এবং কোন কোন সিম নিবন্ধিত আছে।


অনেক সময় দেখা যায়, কিছু সিম বিক্রেতা আপনার আঙ্গুলের ছাপ নিয়ে আপনার অজান্তে সিম রেজিস্ট্রেশন করে নিয়ে থাকে। এটি অনেক খারাপ একটি বিষয়। এখন উক্ত সিম দিয়ে কোনো রাষ্ট্র বিরোধী বা অন্য কোনো অপরাধ করা হলে এই দোষ আপনার কাধে পরবে। এই রকম সমস্যা সহ আরো অনেক সমস্যায় পরতে না চাইলে এখুনি চেক করে দেখুন যে, আসলে আপনার অজান্তে কোনো সিম রেজিস্ট্রেশন বা কেউ ব্যবহার করছে কি না। এই রকম সমস্যায় পরলে আপনাকে মারাত্তক ঝামেলায় পরতে হবে। কারণ আপনার হাতের ছাপ ও আইডির মাধ্যমে সিম টি নেয়া আছে। আপনি কিছু বললেও তারা মানবে না। আপনার কাছে কোনো উপযুক্ত প্রমান থাকবে না।


একজন মানুষ বা একটি আইডি দিয়ে কতটি সিম রেজিস্ট্রেশন করা যায়ঃ

একজন মানুষ তার আইডি কার্ডের মাধ্যমে ১৫ টি সিম চালু রাখতে পারবে।


অনেক সময় এইরকম হয় যে, আপনার আইডি দিয়ে আর কোনো সিম কিনতে পারছেন না। কারণ , আপনার আইডি দিয়ে ১৫টি সিম কেনা হয়েছে। এমতবস্থায় আপনি কি করবেন। এটা নিশ্চিত যে, আপনাকে আপনার আইডির মাধ্যমে থাকা সিম গুলোকে বন্ধ করতে হবে।

এখন আপনি নিচের দেখানো পদ্ধতি অনুসরণ করে আপনার আইডির মাধ্যমে থাকা সিম গুলোর মধ্যে থাকা অকেজো সিম গুলোকে বন্ধ করে আপনার আইডি থেকে সিম এর সংখ্যা কমাতে পারেন।


সিম বন্ধ করা ছাড়াও আপনি আরেকটি উপায়ে আপনার সিম এর সংখ্যা কমাতে পারেন অর্থাৎ আপনি যেই সিম গুলো আপনার আইডির মধ্যে রাখতে চান সেগুলো অন্য কারোর নামে মালিকানা পরিবর্তন করে দিতে পারেন।

আপনি যদি আপনার আইডির মধ্যে থাকা সিম গুলো অন্য কারোর নামে করে দেন তাহলে উক্ত সিম আপনার আইডির তালিকা থাকে মুছে যাবে এবং আপনি চাইলে নতুন সিম কিনতে পারেন।

মালিকানা পরিবর্তন করা নিয়ে বিস্তারিত জানতেঃ- ক্লিক করুন


আপনার আইডি দিয়ে কতটি সিম নিবন্ধিত আছে তা জানার অনেক উপায় আছে;

নিচে দুটি সহজ উপায় শেয়ার করা হলোঃ

১ম পদ্ধতিঃ 

কিভাবে যাচাই করবেনঃ

১। ডায়াল প্যাডে গিয়ে ডায়াল করুন *১৬০০১#

২। তারপর খালি ঘরে আপনার আইডি কার্ডের শেষের ৪ সংখ্যা লিখে সেন্ড করুন।

উদাহরণঃ

1/  *16001#

2/  3487     -এইখানে  3487 হলো আমার আইডি কার্ডের শেষের ৪ সংখ্যা।

বিঃদ্রঃএমন একটি সিম দিয়ে ডায়াল করতে হবে যেই সিম টি আপনার আইডি দিয়ে রেজিস্ট্রেশন করা আছে।

*ফিরতি এসএমএস এ আপনাকে আপনার আইডি দিয়ে রেজিস্ট্রেশন করা আছে সকল সিমের তালিকা দেখানো হবে।


অর্থাৎ, আপনার আইডি নেয়া হয়েছে এমন কোনো সিম দিয়ে ডায়াল করে সেন্ড করতে হবে। এখন আপনি এমন একটি সিম দিয়ে উপরের নিয়ম চেষ্টা করলেন যেই সিমটি আপনার আইডি কার্ড দিয়ে নেয়া হয়নি, এখন আপনি যদি আপনার আইডির শেষের ৪ সংখ্যা লিখেন তাহলে কিন্তু হবে না। কারণ যেই সিম দিয়ে ডায়াল করা হবে উক্ত সিম যেই আইডি কার্ডের মাধ্যমে নেয়া হয়েছে সেটার শেষের ৪ সংখ্যা লিখে সেন্ড করতে হবে। 

একথায়, এমন একটি সিম দিয়ে ডায়াল করুন যেই সিম আপনার আইডির মাধ্যমে নেয়া হয়েছে। 

বিশেষ ঘোষনাঃ

এসএমএস এর জন্য কোনো চার্জ কাটা হবে না। চার্জ সম্পূর্ন ফ্রি।


২য় পদ্ধতিঃ

১। প্রথমে মেসেজ অপশনে যান।

২। সেখানো আপনার আইডি কার্ডের শেষের ৪ সংখ্যা লিখুন।

৩। পাঠিয়ে দিন ১৬০০১ নম্বরে। 

উদাহরণঃ

3487  -এইখানে  3487 হলো আমার আইডি কার্ডের শেষের ৪ সংখ্যা।

মেসেজ পাঠিয়ে দিন 16001 নম্বরে।

*ফিরতি এসএমএস এ আপনাকে আপনার আইডি দিয়ে রেজিস্ট্রেশন করা আছে সকল সিমের তালিকা দেখানো হবে।

বিঃদ্রঃএমন একটি সিম দিয়ে ডায়াল করতে হবে যেই সিম টি আপনার আইডি দিয়ে রেজিস্ট্রেশন করা আছে।


অর্থাৎ, আপনার আইডি নেয়া হয়েছে এমন কোনো সিম দিয়ে ডায়াল করে সেন্ড করতে হবে। এখন আপনি এমন একটি সিম দিয়ে উপরের নিয়ম চেষ্টা করলেন যেই সিমটি আপনার আইডি কার্ড দিয়ে নেয়া হয়নি, এখন আপনি যদি আপনার আইডির শেষের ৪ সংখ্যা লিখেন তাহলে কিন্তু হবে না। কারণ যেই সিম দিয়ে ডায়াল করা হবে উক্ত সিম যেই আইডি কার্ডের মাধ্যমে নেয়া হয়েছে সেটার শেষের ৪ সংখ্যা লিখে সেন্ড করতে হবে। 

একথায়, এমন একটি সিম দিয়ে ডায়াল করুন যেই সিম আপনার আইডির মাধ্যমে নেয়া হয়েছে। 

বিশেষ ঘোষনাঃ

এসএমএস এর জন্য কোনো চার্জ কাটা হবে না। চার্জ সম্পূর্ন ফ্রি।


আইডির শেষের ৪ সংখ্য কোনটিঃ

আপনার আইডি কার্ডের মধ্যে একদম নিচে একটি লিখা আছে লাল রঙের।

ID NO: 1890890324

ID NO: 7098768765122

ID NO: 20017098768765122

উপরে যেই লাল বর্ণের নাম্বার গুলো দেখতে পাচ্ছেন সেটি হলো আপনার আইডি নাম্বার। সিমের তালিকা দেখতে আপনার আইডি থেকে আইডি নম্বরের শেষের ৪ সংখ্যা লিখে দিতে হবে।

উপরের তথ্য মতে, আইডির শেষ ৪ সংখ্যা হবে= 0324/5122/5122

আমাদের দেশের আইডির মধ্যে তিন ধরনের আইডি নম্বর দেয়া থাকে;-

১। ১০ সংখ্যার আইডি নম্বর। ( স্মার্ট কার্ডের নম্বর)

২। ১৩ সংখ্যার আইডি নম্বর। ( জন্ম সাল বাদে আইডি নম্বর)

৩। ১৭ সংখ্যার আইডি নম্বর। ( জন্ম সাল সহ আইডি নম্বর)

উপরের যেটাই হোক না কেন! আপনাকে শেষের ৪ সংখ্যা দিলেই হবে।


আইডি কার্ডের শেষের ৪ সংখ্যা ভুল হলেঃ

ID last 4 digits mismatched with registered SIM এই রকম লিখা আসবে।

আইডি কার্ডের শেষের ৪ সংখ্যা সঠিক হলেঃ

TOTAL: 11,

GP(pre-4):

88017*****653

88013*****635

88013*****036

88017*****785

AIRTEL (pre-3)

88016*****225

88016*****369

88016*****564

ROBI(pre-1)

88018*****565

BANGLALINK(pre-1)

88019*****414

TELETALK(pre-1)

88015*****478

এই রকম ভাবে আপনাকে জানানো হবে আপনার আইডি দিয়ে কোন অপারেটরের সিম কতটি এবং টুটাল কতটি সিম নেয়া আছে।


১৫ টির বেশি সিম কিভাবে নিবেনঃ

আপনি উপরের নিয়মে চেক করে দেখলেন যে, আপনার আইডি দিয়ে ১৫ টি সিম রেজিস্ট্রেশন করে ফেলেছেন! এমতবস্থায় আপনি কাজে লাগবে না এইরকম সিম গুলোকে বন্ধ করে বা অন্য কারোর নামে মালিকানা পরিবর্তন করে দিতে পারেন। আপনি যতটি সিম বন্ধ বা মালিকানা পরিবর্তন করবেন ততটি সিম আবার আপনার আইডির মাধ্যমে নিতে পারবেন।

কিভাবে সিমের মালিকানা পরিবর্তন করতে হয় এই আমাদের আলাদা ব্লগ আছে। এই ব্লগ টি সম্পুর্ন পরে এই লিংকে ক্লিক করে মালিকানা পরিবর্তন নিয়ে বিস্তারিত জেনে আসুন। সিম কিভাবে বন্ধ করবেন তা নিয়ে নিচে আলোচনা করা হলোঃ


সিম কিভাবে বন্ধ করতে হয়ঃ

আপনি চাইলে ১২১ এ কল করে সিম সাময়িক ভাবে বন্ধ করতে পারেন। কিন্তু এতে উক্ত সিম আপনার আইডি থেকে মুছে যাবে না। আইডি থেকে উক্ত সিম পারমানেন্ট লি মুছে দিতে আপনাকে কাস্টমার কেয়ার বা অফিসে যোগাযোগ করতে হবে।


আপনি যেই অপারেটরের সিম বন্ধ করতে চান সেই অপারেটরের অফিস বা কাস্টমার কেয়ারে যেতে হবে।

ধরুন, আপনার আইডি থেকে গ্রামীন সিম বন্ধ করতে চান তাহলে আপনাকে গ্রামীন সিমের কাস্টমার কেয়ারে বা অফিসে যোগাযোগ করতে হবে।

আপনি তাদের কাছে গিয়ে বলবেন আমার আইডি থেকে উক্ত সিমটি বন্ধ করতে চাই।

কাস্টমার কেয়ারে কর্মরত এজেন্ট আপনাকে সিম বন্ধ করার কারণ বা কি কারণে বন্ধ করতে চান সেটি জানতে চাইতে পারে। আপনি আপনার সমস্যাটি তাদের বুঝিয়ে বলবেন। এর পর তারা আপনার আইডি উক্ত সিম টি আপনার আইডি থেকে বন্ধ করে দেবে। এর আগে সিমে ইমারজেন্সি ব্যালেন্স নেয়া থাকলে তা পরিশোধ করতে হবে।

এতে কিছু ঝণ শোধ/কাগজপএ সাথে নিতে হবে- তা নিচে দেয়া হলোঃ

 

কি কি কাগজপএ লাগেঃ

১। আপনার আইডি সাথে নিয়ে যাবেন।

২। আইডির ১ কপি ফটোকপি নিয়ে যাবেন।

৩। ১ কপি পাসপোর্ট সাইজের ছবি নিয়ে যাবেন।

৪। উক্ত সিম+মোবাইল সাথে নিয়ে যাবেন।

৫। আপনাকে স-শরীরে যেতে হবে।

আমার জানামতে, সিম বন্ধ করতে কোনো আলাদা চার্জ বা ফি লাগে না।তবে,আপনিই যদি সিমে ইমারজেন্সি লোন নিয়ে থাকেন সেটা শোধ করতে হবে।

আপনারা উক্ত অপারেটরের যেকোনো সিম থেকে ১২১ এ কল করে আপনার নিকটস্থ কাস্টমার কেয়ারের ঠিকানা ও এর কোনো ফি আছে কি না সেটা জানতে পারবেন।


এইভাবে আপনারা খুব সহজেই আপনার আইডি থেকে অজানা বা যোকোনো সিম বন্ধ করে আবার সিম নিতে পারবেন।


আজকের মত এই পর্যন্তই। এই বিষয়ে বা অন্য কোনো বিষয়ে কোনো কিছু জানার থাকলে নিচে কমেন্ট করুন। যদি উক্ত আর্টিকেলটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনার বন্ধুদের কাছে শেয়ার করুন যাতে তারাও এই বিষয়ে সঠিক বিষয়টি জানতে পারে। এই রকম সুন্দর ও প্রয়োজনীয় বিষয় জানতে আমাদের ব্লগ নিয়মিত ভিজিট করুন।

দোয়ামে ইয়াদ রাখনা

খোদা হাফেজ

কোনো কিছু জানার বা অভিযোগ থাকলে নিচে কমেন্ট করুন

একটি মন্তব্য পোস্ট করুন

কোনো কিছু জানার বা অভিযোগ থাকলে নিচে কমেন্ট করুন

এখানে কমেন্ট/মন্তব্য করুন (0)

নবীনতর পূর্বতন