যেকোনো সিমের নাম্বার জানার উপায়! How To Check Any SIM Number

সিমের নাম্বার জানার উপায়
সিমের নাম্বার দেখার উপায়

বিসমিল্লাহির রাহমানির রাহিম

হ্যালো বন্ধুরা, কেমন আছেন কেমন আছেন আপনারা?

আশা করি সবাই ভালো আছেন। আজকের ব্লগে আপনাদের সাথে দেশের সকল সিমের একটি গুরুত্তপূর্ণ বিষয় নিতে আলোচনা করব! 


আজকের আর্টিকেলে আপনাদের সাথে সিমের নাম্বার কিভাবে দেখবেন এই বিষয়ে বিস্তারিত আলোচনা করব। আজকের আর্টিকেল বিস্তারিত পড়ে আপনারা যেকোনো সিমের নাম্বার জানতে পারবেন। 


অনেক সময় দেখা যায় আপনারা আপনাদের সিমের নাম্বার জানেন না বা ভূলে গেছেন। এমতবস্থায় আপনারা খুব সহজেই মাএ কয়েক সেকেন্ডে দেখতে পারবেন আপনার নাম্বার।

অনেকে আবার নতুন সিম কেনার পর নাম্বার জানতে চান বা দোকান থেকে মোবাইল রিচার্জ করার সময়ও নাম্বার দেখার প্রয়োজন পড়ে। এমন পরিস্থিতি এ আপনাকে জানতে হবে কিভাবে সিমের নাম্বার জানা যায়।


আজকের ব্লগে আপনাদের সাথে দেশের সকল অপারেটর এর সিমের নাম্বার চেক করা দেখানো হবে। গ্রামীনফোন, রবি, এয়ারটেল, টেলিটক, বাংলালিংক, স্কিটো এর সিমের নাম্বার জানার বিষয়ে আলোচনা করা হবে।


দেশের সকল অপারেটরের সিমের নাম্বার জানার শর্ট কোড ২০২১ঃ

গ্রামীনফোন  বা জিপি সিমের নাম্বার জানতেঃ

যারা গ্রামীনফোন বা জিপি(০১৭/০১৩) সিম ব্যবহার করেন তারা খুব সহজেই আপনার সিমের নাম্বার জানতে পারবেন।

গ্রামীন সিমের নাম্বার জানার জন্য ডায়াল প্যাডে গিয়ে ডায়াল করুন *২#

মূলকথায় আপনার ফোনের কল অপশনে গিয়ে *২# ডায়াল করলেই আপনার সিমের নাম্বার দেখতে পারবেন।

তাছাড়া আপনার সিমে টাকা থাকলে আপনি  আপনার অন্য কোনো ফোনে কল করেও নিজের নাম্বার জানতে পারবেন।

বাংলালিংক সিমের নাম্বার জানতেঃ

যারা বাংলালিংক(০১৪/০১৯) সিম ব্যবহার করেন তারা খুব সহজেই আপনার সিমের নাম্বার জানতে পারবেন।

বাংলালিংক সিমের নাম্বার জানার জন্য ডায়াল প্যাডে গিয়ে ডায়াল করুন *৫১১#

মূলকথায় আপনার ফোনের কল অপশনে গিয়ে *৫১১# ডায়াল করলেই আপনার সিমের নাম্বার দেখতে পারবেন।

তাছাড়া আপনার সিমে টাকা থাকলে আপনি  আপনার অন্য কোনো ফোনে কল করেও নিজের নাম্বার জানতে পারবেন।

এয়ারটেল সিমের নাম্বার জানতেঃ

যারা এয়ারটেল(০১৬) সিম ব্যবহার করেন তারা খুব সহজেই আপনার সিমের নাম্বার জানতে পারবেন।

এয়ারটেল সিমের নাম্বার জানার জন্য ডায়াল প্যাডে গিয়ে ডায়াল করুন *২#।

মূলকথায় আপনার ফোনের কল অপশনে গিয়ে *২# ডায়াল করলেই আপনার সিমের নাম্বার দেখতে পারবেন।

তাছাড়া আপনার সিমে টাকা থাকলে আপনি  আপনার অন্য কোনো ফোনে কল করেও নিজের নাম্বার জানতে পারবেন।

রবি বা একটেল সিমের নাম্বার জানতেঃ 

যারা রবি(০১৮) সিম ব্যবহার করেন তারা খুব সহজেই আপনার সিমের নাম্বার জানতে পারবেন।

রবি সিমের নাম্বার জানার জন্য ডায়াল প্যাডে গিয়ে ডায়াল করুন *২#।

মূলকথায় আপনার ফোনের কল অপশনে গিয়ে *২# ডায়াল করলেই আপনার সিমের নাম্বার দেখতে পারবেন।

তাছাড়া আপনার সিমে টাকা থাকলে আপনি  আপনার অন্য কোনো ফোনে কল করেও নিজের নাম্বার জানতে পারবেন।

টেলিটক সিমের নাম্বার জানতেঃ

যারা টেলিটক সিম ব্যবহার করেন তারা খুব সহজেই আপনার সিমের নাম্বার জানতে পারবেন।

টেলিটক সিমের নাম্বার জানার দুইটি পদ্ধতি আছেঃ-

১ম পদ্ধতিঃ

টেলিটক সিমের নাম্বার জানার জন্য ডায়াল প্যাডে গিয়ে ডায়াল করুন *৫৫১#।

মূলকথায় আপনার ফোনের কল অপশনে গিয়ে *৫৫১# ডায়াল করলেই আপনার সিমের নাম্বার দেখতে পারবেন।

২য় পদ্ধতিঃ

আপনার ফোনের মেসেজ অপশনে গিয়ে লিখুন P এবং তা পাঠিয়ে দিন ১৫৪ নম্বরে। ফিরতি এসএমএস আপনাকে মেসেজ এর মাধ্যমে আপনার টেলিটক প্যাকেজ এবং নাম্বার দেখান হবে। ( এসএমএস চার্জ নেই)

তাছাড়া আপনার সিমে টাকা থাকলে আপনি  আপনার অন্য কোনো ফোনে কল করেও নিজের নাম্বার জানতে পারবেন।

স্কিটো সিমের নাম্বার জানতেঃ

যারা স্কিটো সিম ব্যবহার করেন তারা খুব সহজেই আপনার সিমের নাম্বার জানতে পারবেন।

স্কিটো সিমের নাম্বার জানার জন্য ডায়াল প্যাডে গিয়ে ডায়াল করুন *২#।

স্কিটো সিম কে গ্রামীনফোন সিমের একটি বিশেষ প্যাকেজ ও বলা যেতে পারে।

মূলকথায় আপনার ফোনের কল অপশনে গিয়ে *২# ডায়াল করলেই আপনার সিমের নাম্বার দেখতে পারবেন।

তাছাড়া আপনার সিমে টাকা থাকলে আপনি  আপনার অন্য কোনো ফোনে কল করেও নিজের নাম্বার জানতে পারবেন।


ত বন্ধুরা আজকের মত এই পর্যন্তই যদি আজকের আর্টিকেল টি আপনার উপকার ও ভালো লেগে থেকে তাহলে আপনার বন্ধুকের কাছে শেয়ার করুন।


প্রতিদিন এই রকম দরকারি টিপস ও তথ্য পেতে আমাদের ওয়েবসাইট নিয়মিত ভিজিট করুন। এই বিষয়ে আপনার কোনো কিছু বা অন্য কোনো বিষয়ে জানার থাকলে নিচে কমেন্ট করুন। সামনে এই রকম আরো দরকারি টিপস নিয়ে আর্টিকেল লিখা হবে।

সিমের মালিকানা পরিবর্তন/সিমের এমএনপি সার্ভিস সহ আরো অনেক বিষয়ে আমাদের ব্লগে লিখা হয়েছে। আমাদের সাইটে আপনি প্রয়োজনীয় আরো অনেক আর্টিকেল পড়তে পারবেন।

দোয়ামে ইয়াদ রাখনা

খোয়া হাফেজ

কোনো কিছু জানার বা অভিযোগ থাকলে নিচে কমেন্ট করুন

একটি মন্তব্য পোস্ট করুন

কোনো কিছু জানার বা অভিযোগ থাকলে নিচে কমেন্ট করুন

এখানে কমেন্ট/মন্তব্য করুন (0)

নবীনতর পূর্বতন