বিকাশ একাউন্ট খুলুন ঘরে বসেই আর পেয়েজান ১৫০৳ বোনাস

বিকাশ একাউন্ট খুলুন
বিকাশ একাউন্ট খুলুন


বিসমিল্লাহির রাহমানির রাহিম

হ্যালো বন্ধুরা,

কেমন আছেন আপনারা? আশা করি ভালোই আছেন।

আজকের আর্টিকেলে আপনাদের সাথে একটি প্রয়োজনীয় বিষয় নিয়ে আলোচনা করব।

আজকে আপনাদের সাথে কিভাবে বিকাশ একাউন্ট খুলতে হয় এই বিষয়ে আলোচনা করব। এই আর্টিকেল পড়ে আপনার খুব সহজেই ঘরে বসেই নিজের বিকাশ একাউন্ট খুলতে পারবেন।

বিকাশ কিঃ

বিকাশ হলো বাংলাদেশের জনপ্রিয় মোবাইল ব্যাংকিং সেবা। এটি আমাদের দেশের মধ্যে অনেক জনপ্রিয়। এক সময় বিকাশ একাউন্ট খোলার জন্য আমাদের বিকাশ এজেন্ট/কাস্টমার কেয়ারে যেতে হতে। এতে আমাদের আইডি কার্ডের রঙ্গিন ফটোকপি ও ছবি সাথে নিতে হত। কিন্তু আজ তা আর  প্রয়োজন নেই।

এখন আপনারা শুধু আইডি কার্ডের ছবি তুলার মাধ্যমেই কয়েক মিনিটের মধ্যে বিকাশ একাউন্ট খুলতে পারবেন।


বিকাশ একাউন্ট খুলতে কি কি লাগেঃ

১। একটি স্মার্টফোন

২।  এখানে ক্লিক করে প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে বিকাশ অ্যাপ ডাউনলোড করুন।(১৫০ টাকা বোনাস পাওইয়ার জন্য)।

৩। অরিজিনাল আইডি কার্ড ( এর লাইভ ছবি তুলে দিতে হবে) 

৪। নিজের ছবি তুলে দিতে হবে( আপনার সেলফি লাইভ তুলে দিতে হবে)


কিভাবে বিকাশ একাউন্ট খুলবেনঃ

১। এখানে ক্লিক করে বিকাশ অ্যাপ ডাউনলোড করুন।

২। অ্যাপ ডাউনলোড হওয়ার পর ওপেন করুন।

৩। লগইন/ রেজিস্ট্রেশন এ ক্লিক করুন।

৪। যেই নাম্বারে বিকাশ একাউন্ট খুলতে চান সেই নাম্বার দিন।

৫। যেই অপারেটরের সিমে একাউন্ট খুলছেন তা বাছাই করুন। ( যদি টেলিটক সিমে বিকাশ খুলতে চান তাহলে টেলিটক অপারেটর বাছাই করতে হবে)

৬। উক্ত সিমে ভেরিফিকেশন কোড আসবে তা অবশ্য অটো বসে যাবে।( অবশ্যই উক্ত সিম আপনার ফোনের স্ম স্লট ১ এ লাগানো থাকতে হবে।

৭। ভেরিফিকেশন কোড বসার পর নেক্সট/পরবর্তী এ ক্লিক করুন।

৮। বিকাশ এর নিয়ম ও শর্তালী পড়ে নিবেন।

৯। এরপর আপনাকে আরো ৩ টি ধাপ এর মাধ্যমে একাউন্ট খোলার কাজ সম্পন্ন করতে হবে। ৩ টি ধাপ নিচে দেয়া হল; 

১০। আইডি কার্ডের সামনের ও পিছনের ছবি তুলে দিন।

১১। আপনার কিছু তথ্য দিতে হবে।(লিংগ+রক্তের গ্রুপ+পেশা+মাসিক আয়)

১২। আপনার একটি লাইভ সেলফি দিতে হবে। ( অটো সেলফি তুলে নিবে)

* সবগুলো ছবি + সেলফি স্পষ্ট করে দিতে হবে।

১৩। এরপর বিকাশ কর্তৃপক্ষ আপনার তথ্য যাচাই করবে। তার আপনার কাছে ৪৮ ঘন্টা সময় নিবে। তবে, সবসময় ২-৫ মিনিটের মধ্যেই আপনাকে একাউন্ট এর স্ট্যাটাস জানিয়ে দেয়া হবে।

যদি একাউন্ট সফল ভাবে সম্পন্ন হয় তাহলে আপনাকে মেসেজ মাধ্যমে জানিয়ে দেয়া হবে; এবং আপনাকে বলবে ৭২ ঘন্টার মধ্যে পিন সেট করতে।

১৪। আপনারা কনফার্মেশন মেসেজ পাওয়ার পর *২৪৭# ডায়াল অথবা বিকাশ অ্যাপ থেকে পিন সেট করতে পারবেন।

অবশ্যই ৫ সংখ্যার এবং ৭২ ঘন্টার মধ্যে পিন সেট করতে হবে।

পিন দেওয়ার কিছু শর্ত আছে যেমন,

  • সকল পিন একই হওয়া যাবে না (11111,44444,77777)

  • ০ দিয়ে পিন শুরু করা যাবে না (06589,08123,09865)

  • সিরিয়ালে পিন দেয়া যাবে না (12345,45678,98765,65432)

১৫। পিন সেট করার পর প্রথমবার বিকাশ অ্যাপ এ লগইন করার পর ২৫ টাকা বোনাস পেয়ে যাবেন। ২৫ টাকা বোনাস পাওয়ার পর সাথে সাথে ২৫ টাকা রিচার্জ এ আবার ২৫ টাকা ক্যাশব্যাক পেয়ে যাবেন।

*পিন সেট করা নিয়ে আমাদের চ্যানেলে ভিডিও দেয়া আছে; এখানে ক্লিক করে দেখে আসুন।


তাছাড়া এই অফার প্রতিনিয়ত পরিবর্তন হয়ে থাকে। এই ১৫০৳ বোনাস আপনাদের কে বিকাশ অ্যাপ এর হোম স্ক্রিনে একটা অপশন পাবেন মাই চ্যালেঞ্জ নামের।

এই মাই চ্যালেঞ্জ এর মধ্যে আপনি কিছু টাস্ক বা চ্যালেঞ্জ পাবেন। যা সম্পন্ন করে আপনি আরো টাকা বোনাস পেতে পারেন।


যা আপনাকে প্রায় ২ মাস এর মধ্যে সম্পন্ন করে এই অফার ক্লেইম বা নিতে হবে।


এইভাবে আপনারা খুব সহজেই ঘরে বসেই নিজের বিকাশ একাউন্ট খুলতে পারেন। পিন সেট করার পর আপনার একাউন্ট খোলা সম্পন্ন হয়ে যাবে। এরপর থেকে আপনারা বিকাশ এর সকল সার্ভিস উপভোগ করতে পারবেন।

আরেকটি বিষয় ১৫০৳ বোনাস পেতে অবশ্যই  এইখানে ক্লিক করে বিকাশ একাউন্ট খুলুন।


বিকাশ নিয়ে আরো কিছুঃ 

বিকাশ এর চলমান কিছু অফার দেখতে ক্লিক করুন। 

বিকাশ অ্যাপ ডাউনলোড করুনঃ 

বিকাশের সকল অফার ও আপডেট সবার আগে পেতে আমাদের সাথেই থাকুন।

আমাদের ওয়েবসাইট

আমাদের চ্যানেল

আমাদের পেইজ

আমাদের গ্রুপ

আমাদের ইমেইল

যোগাযোগ করুন

কোনো কিছু জানার বা অভিযোগ থাকলে নিচে কমেন্ট করুন

একটি মন্তব্য পোস্ট করুন

কোনো কিছু জানার বা অভিযোগ থাকলে নিচে কমেন্ট করুন

এখানে কমেন্ট/মন্তব্য করুন (0)

নবীনতর পূর্বতন