বিকাশ পারসোনাল রিটেইল একাউন্ট কিভাবে খুলবেন

বিকাশ পারসোনাল রিটেইল একাউন্ট


প্রিয় পাঠক,

আজকের ব্লগে আপনাদের সাথে একটি গুরুত্তপূর্ণ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব।

আজকের ব্লগে আপনাদের সাথে বিকাশ মার্চেন্ট একাউন্ট ঘরে বসে নেওয়ার পদ্ধতি নিয়ে বিস্তারিত আলোচনা ও মার্চেন্ট নেওয়ার পদ্ধতি শেয়ার করব।


আপনাদের কাছে একটা অনুরোধ থাকবে উক্ত ব্লগটি মনোযোগ দিয়ে পড়ার জন্য।


যদি আপনারা এই আর্টিকেলটি মনোযোগ দিয়ে পড়েন তাহলে আপনারা খুব সহজেই বিকাশ মার্চেন্ট একাউন্ট কয়েকমিনিটেই খুলে নিতে পারবেন।

এই বিকাশ মার্চেন্ট একাউন্ট খুলতে কোনো প্রকার কাগজপএ এবং ট্রেড লাইসেন্স লাগবে না।


আপনার কিছু গুরুত্তপূর্ণ কাগজপএ এর ছবি তুলে তা আপলোড এর মাধ্যমেই একাউন্ট খুলতে পারবে.

আপনাকে কোনো কাগজপএ সত্যায়িত বা কোথাও জমা দেয়া লাগবে না এবং মার্চেন্ট এর আবেদনের জন্য কারোর কাছে যেতে ও হবে না ও মার্চেন্ট একাউন্ট চালু করার জন্য অপেক্ষাও করতে হবে না।


আপনি এই একাউন্ট খুব সহজেই খুলতে পারবেন এবং 2/3 মিনিটেই একাউন্ট চালু/লেনদেন করতে পারবেন।

এই একাউন্ট খোলার জন্য আপনার ট্রেড লাইসেন্স এর পাশাপাশি দোকান ও থাকবে হবে না।

এই একাউন্ট হলো বিকাশ পারসোনাল রিটেইল একাউন্ট বা bKash PRA.


এই বিকাশ পারসোনাল রিটেইল একাউন্ট এর কিছু সুবিধা নিয়ে আলোচনা করা হলো:

এই একাউন্ট এ আপনি যেকোনো বিকাশ গ্রাহকের কাছ থেকে পেমেন্ট নিতে পারবে।

এই একাউন্ট থেকে যেকোনো নাম্বারে সেন্ডমানি করতে পারবেন।

এই একাউন্ট থেকে এজেন্ট এর মাধ্যমে কম খরচে ক্যাশ আউট করতে পারবেন।

এই একাউন্ট থেকে এটিএম ক্যাশ আউট করতে পারবেন।

এই একাউন্ট থেকে অল্প খরচে ব্যাংক এ টাকা ট্রান্সফার করতে পারবেন।

আপনার ই-কমার্স পেইজ কে প্রমোট করতে পারবেন।


এই একাউন্ট এ আপনি দিনে যত খুশি তত পেমেন্ট নিতে পারবেন কিন্তু এমাউন্ট এর লিমিট আছে।


এই বিকাশ পারসোনাল রিটেইল একাউন্ট খুলতে কি কি লাগে:

একটি সচল মোবাইল নাম্বার যেটাতে আগে কখনো বিকাশ একাউন্ট ছিলনা।

আপনার আইডি এর ছবি।

নমিনির আইডি কার্ডের ছবি।

যেই সিমে একাউন্ট খুলবেন সেটি যে আপনার তার একটি প্রমানপএ।*16001# ডায়াল করে বের করতে পারবেন।

একটি ফেসবুক পেইজ(যেখানে আপনি ব্যবসা করেন)

এসকল ডকুমেন্টস এর ছবি তুলে আপলোড করেই এই রিটেইল একাউন্ট খুলতে পারবেন।


একাউন্ট খোলার উপর আমাদের চ্যানেলে অনেক ভিডিও এবং এই সাইটেও অনেক আর্টিকেল ইতিমধ্যেই দেয়া আছে।

একাউন্ট খোলার পদ্ধতি এবং এর আরো কিছু সুবিধা জানতে আমাদের ইউটিউব চ্যানেলে ভিজিট করুন।


এই রিটেইল একাউন্ট এ প্রতিনিয়ত নানান ক্যাশব্যাক অফার দিয়ে থাকে যা ক্লেইম করে আপনারা অনেক লাভবান হতে পারেন।


তাছাড়া এই রিটেইল একাউন্ট এর মাধ্যমে কাস্টমারদের কাছ থেকে পেমেন্ট নেওয়ার ফলে আপনার ই-কমার্স ব্যবসা বাড়াতে পারবেন।


যারা মূলত ফেসবুকে ব্যবসা বা পন্য বিক্রি করেন বিশেষ করে তাদের জন্যই হলো এই বিকাশ পারসোনাল রিটেইল একাউন্ট।

একাউন্ট খোলার সময় রেফারেন্স এর জায়গায় নিচের নাম্বারটি ব্যবহার করুন।(100টাকা বোনাস পাওয়ার জন্য)।

রেফার নাম্বারঃ 01608607305


বিকাশ পারসোনাল রিটেইল একাউন্ট খুলতে ভিজিট করুনঃ https://www.bkash.com/bn/personal-retail-account


যদি এই আর্টিকেলটি আপনাদের উপকারে আসে এবং এই রকম দরকারি ব্লগ নিয়মিত পেতে চান তাহলে আমাদের সাইট এবন ইউটিউব চ্যানেল নিয়মিত ভিজিট করুন।

ধন্যবাদ

কোনো কিছু জানার বা অভিযোগ থাকলে নিচে কমেন্ট করুন

একটি মন্তব্য পোস্ট করুন

কোনো কিছু জানার বা অভিযোগ থাকলে নিচে কমেন্ট করুন

এখানে কমেন্ট/মন্তব্য করুন (0)

নবীনতর পূর্বতন