বিডিশপে এফিলিয়েট মার্কেটিং করে আয় করুন

বিসমিল্লাহির রাহমানির রাহিম

হ্যালো প্রিয় পাঠক,

    আজকের ব্লগে আপনাদের সাথে একটি স্পেশাল ভিডিও নিয়ে আলোচনা করব. আজকের ব্লগে আপনাদের সাথে আলোচনা করব কিভাবে বাংলাদেশে বসে বাংলাদেশের একটি অনলাইন শপ এর মাধ্যমে এফিলিয়েট মার্কেটিং করবেন।

মূলত আজকে আলোচনা করব কিভাবে বিডিশপ এর মাধ্যমে এফিলিয়েট মার্কেটিং করে মাসে ভালো একটা এমাউন্ট আয় করতে পারেন।

তাছাড়া আপনারা বিডিশপ ছাড়াও দারাজ সহ অন্যান্য সকল অনলাইন শপের ও এফিলিয়েট মার্কেটিং করতে পারেন।

তবে, বাংলাদেশি কোনো অনলাইন শপ বা ওয়েবসাইট এর মাধ্যমে এফিলিয়েট মার্কেটিং এর মধ্যে বিডিশপ সবথেকে বেশী জনপ্রিয় ও ভালো।

আজকে আমি আপনাদের সাথে বিডিশপ এর এফিলিয়েট মার্কেটিং এর পুরো প্রসেস সহ কত টাকা আয় করা যাবে এবং কিভাবে পেমেন্ট তুলবেন তা নিয়ে বিস্তারিত আলোচনা করব।

তার আগে আপনাদের জানিয়ে দেয়া ভালো যে এফিলিয়েট মার্কেটিং কি: 

এফিলিয়েট মার্কেটিং হলো কোনো একটি ওয়েবসাইট এর পন্য গুলোকে প্রমোট করে তার একটি কমিশন নেয়া।

যেমন আপনি যদি কোনো একটি শপের পন্য গুলোকে আপনার ওয়েবসাইট পেইজ ব্লগ গ্রুপ অথবা ইউটিউব চ্যানেলের মাধ্যমে উক্ত শপের পন্য গুলো প্রমোট করে দেন মানে বিক্রি বাড়িয়ে দেন তাহলে উক্ত সেলের উপর আপনাকে একটি নির্দিষ্ট পরিমান কমিশন দেয়া হবে।

এক্ষেএ শপ এবং প্রোডাক্ট এর ধরন এর উপর ভিত্তি করে আপনাকে কমিশন দেয়া হবে. আপনার মাধ্যমে যতটা সেল হবে তত বেশী আয় করতে পারবেন।

উক্ত পন্য গুলোর একটি এফিলিয়েট লিংক দেয়া হবে(আপনি নিজেই জেনারেট করতে পারবেন) এই লিংক টি আপনি বিভিন্ন মাধ্যমে মানুষের কাছে দিয়ে দিবেন: এখন কেউ যদি এই আপনার এফিলিয়েট লিংক থেকে পন্যটি ক্র‍্য করে তাহলে আপনাকে উক্ত পন্যের দাম ও পন্যের উপর একটা কমিশন দেয়া হবে।

ধরুন আপনি বিডিশপের মাধ্যমে এফিলিয়েট মার্কেটিং করেন বা করবেন. এখন আপনি বিডিশপ থেকে কোনো একটি পন্য কে প্রমোট করতে চান বা একাধিক পন্য নিয়ে এফিলিয়েট মার্কেটিং করতে চান।

এখন আপনি 3000 টাকা দামের একটি পন্য নিয়ে এফিলিয়েট মার্কেটিং করতে চাচ্ছেন. এই পন্যের এফিলিয়েট লিংক জেনারেট করে এই এফিলিয়েট লিংক বন্ধু সহ অনেক মানুষের কাছে ছড়িয়ে দিলেন।

এখন কেউ যদি এই পন্যটি আপনার লিংক অথবা এই লিংক এ ক্লিক করে অন্য কোনো পন্য কিনলেও আপনি উক্ত পন্যগুলোর উপর কমিশন পাবেন।

দেখাগেল কেউ এই 3000 টাকা দামের পন্যটি কিনল এখন আপনি এই 3000 টাকার উপর একটা নির্দিষ্ট কমিশন পাবেন।

যেমন বিডিশপ পন্যের দামের উপর 3% কমিশন দিয়ে থাকে. আপনি যদি সেল বাড়াতে পারেন তাহলে এই % আরো বাড়বে যেমন 3%থেকে 7% বা তার থেকেও বেশি।

এখন ধরুন আপনি নতুন বা আপনার সেল কম আপনার লিংক থেকে কেউ 3000 টাকা দামের একটি পন্য কিনল এখন আপনার কমিশন রেট হলো 3% এখন আপনি এই একটি পন্য সেল দেওয়ার কারণে 90টাকা কমিশন পাবেন।

এইভাবেই মূলত এফিলিয়েট সিস্টেম কাজ করেঃ

এখন আসি কিভাবে এফিলিয়েট মার্কেটিং করবেন: বিডিশপে এফিলিয়েট মার্কেটিং করার জন্য আপনাকে আগে বিডিশপে একটি একাউন্ট করতে হবে তারপর একাউন্ট সেকশনে একটি অপশন পেয়ে যাবেন এফিলিয়েট প্রোগ্রাম নামের।

এই এফিলিয়েট প্রোগ্রাম অপশনে ক্লিক করে আপনার সাইট এর লিংক দিবেন যেই সাইট এর মাধ্যমে আপনি পন্যগুলো প্রমোট বা এফিলিয়েট মার্কেটিং করবেন।

এটা হতে পারে আপনার ওয়েবসাইট ব্লগ ফেসবুক পেইজ গ্রুপ হোয়াটসঅ্যাপ গ্রুপ টেলিগ্রাম গ্রুপ অথবা একটি ইউটিউব চ্যানেল।

মূলত আপনাকে একটি সাইট এর মাধ্যমে এফিলিয়েট এর জন্য আবেদন করতে হবে পরে আপনি চাইলে যেকোনো মাধ্যমে লিংক শেয়ার করতে পারবেন সেটা হতে পারে সরাসরি মেসেজ অথবা মেইল।

মূলকথায় আপনার এফিলিয়েট লিংক থেকে পন্য কিনলেই আপনি কমিশন পাবেন।

আপনার সাইট এর লিংক ও পেমেন্ট ডিটেইলস(যেই একাউন্ট এ পেমেন্ট তুলবেন). দেওয়ার পর প্রায় সাথে সাথেই আপনাকে এপ্ররভ করে দেবে।

আপনাকে মেইল এর মাধ্যমে এপ্রুভাল এর মেইল জানিয়ে দেয়া হবে।

এর পর আপনি যেকোনো পন্য এর লিংক নিয়ে তা এফিলিয়েট ড্যাশবোর্ড এর মাধ্যমে এফিলিয়েট লিংক করে ফেলতে পারবেন।

সতর্কতা: সরাসরি পন্যের লিংক দিলে কিন্তু হবে না. পন্যের লিংক থেকে আপনার এফিলিয়েট লিংক এ কনভার্ট করতে হবে এর পর উক্ত এফিলিয়েট লিংক আপনি প্রমোট করবেন।

পেমেন্ট কিভাবে তুলবেনঃ

আপনি যখন বিডিশপ থেকে এফিলিয়েট এর মাধ্যমে টাকা আয় করবেন সেই টাকা খুব সহজেই তুলতে পারবেন।

যেহেতু এটা বাংলাদে্শী সাইট তাই দেশীয় পেমেন্ট মেথড এর মাধ্যমেই টাকা উঠানোর সুযোগ থাকবে।

অর্থাৎ আপনারা সরাসরি বিকাশের মাধ্যমেই টাকা গুলো তুলতে পারবেন অথবা ব্যাংক এ ও নিতে পারবেন।

আপনারা চাইলে পেপাল এর মাধ্যমেই আয় করা টাকা গুলো তুলতে পারবেন।

নিচে আমরা বিডিশপ এর এফিলিয়েট এর কিছু প্রসেস এর স্ক্রিনশট শেয়ার করব যা দেখে আপনাদের এই বিষয়ের আরো অভিজ্ঞতা হবে।

আজকের ব্লগটি যদি আপনাদের ভালো লেগে থাকে এবং প্রতিদিন এই রকম দরকারি আর্টিকেল পেতে চান তাহলে নিয়মিত আমাদের সাইট ভিজিট করুন।

Affiliate Program এ ক্লিক করুন
একাউন্ট এ লগইন করে Affiliate Program এ ক্লিক করুন
যেই সাইটে প্রমোট করবেন তার লিংক দেন
প্রমোশন এ ক্লিক করুন
প্রমোশন এ ক্লিক করুন
Get Link এ ক্লিক করুন
যেই পন্য প্রমোট করবেন তার লিংক দিন
Generate Link এ ক্লিক করুন
এটাই হলো আমার এফিলিয়েট লিংক

আমাদের সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ

কোনো কিছু জানার বা অভিযোগ থাকলে নিচে কমেন্ট করুন

একটি মন্তব্য পোস্ট করুন

কোনো কিছু জানার বা অভিযোগ থাকলে নিচে কমেন্ট করুন

এখানে কমেন্ট/মন্তব্য করুন (0)

নবীনতর পূর্বতন