অনলাইন থেকে অর্থ উপার্জন করুন ঘরে বসেই

ঘরে বসে অনলাইন থেকে টাকা আয়
ঘরে বসে অনলাইন থেকে অর্থ উপার্জন

বিসমিল্লাহির রাহমানির রাহিম

হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা?

আশা করি সবাই ভালো আছেন। আজকের আর্টিকেলে আপনাদের সাথে আপনাদের সাথে অনলাইন থেকে টাকা আয়ের কয়েকটি উপায় শেয়ার করব।

এই আর্টিকেল পড়ে আপনারা খুব সহজেই অনলাইনে নিজের একটি স্মার্ট ক্যারিয়ার গড়তে পারবেন।


আপনারা মাসে হ্যান্ডসাম একটি রেভিনিউ বা স্যালারি পাবেন। অর্থাৎ মাসে অনেক টাকা আয় করতে পারবেন।

অনলাইনে কাজ করে টাকা আয় করার অনেক সুযোগ বা সুবিধা আছে। আপনারা অনেক উপায়ে অনলাইন থেকে অর্থ উপার্জন করতে পারেন।

অনলাইন থেকে টাকা আয়ে আপনাকে অনেক পরিশ্রম ও ধৈর্য রাখতে হবে।


প্রাথমিক অবস্থায় আপনারা বেশি টাকা আয় করতে পারবেন না। কিন্তু ধীরে ধীরে যখন আপনারা স্ক্রিল ডেভেলপ / উন্নত হবে তখন আপনার আয় বাড়তে থাকবে।

আরেকটা বিষয় অনলাইন থেকে আয় শুরু হয়ে গেলে আয়ের সীমা কমে যাওয়ার সুযোগ নেই। ইনকাম শুরু হওয়ার পর আপনার ইনকাম বাড়তেই থাকবে।


আজকের আমি আমরা আপনাদের সাথে অনলাইন থেকে টাকা উপার্জনের বেশ কয়েকটি মাধ্যমে শেয়ার করব। এছাড়াও অনেক উপায়ে আপনারা অনলাইন থেকে অর্থ উপার্জন করতে পারবেন।


আজকের আমি আপনাদের সাথে সব চেয়ে জনপ্রিয় ও স্মার্ট কয়েকটি অনলাইন কাজ নিয়ে আলোচনা করব। যেমন, ইউটিউবিং, ফ্রি-ল্যান্সিং, ব্লগিং, ডেভেলপমেন্ট, ই-কমার্স, ডিজিটেল মার্কেটিং, এস ই ও সহ আরও বেশ কিছু জনপ্রিয় অনলাইন প্লাটফর্ম নিয়ে বিস্তারিত আলোচনা করব।


ইউটিউবিংঃ

ইউটিউবিং বলতে আমরা যারা ইউটিউব এ ভিডিও বা কন্টেন্ট বানায় সেই কাজ কেই বুঝি আর যারা ইউটিউবিং করে তাদেরকে আমরা ইউটিউবার বলি।

আপনারা জেনে অবাক হবেন যে, একজন ইউটিউবার মাসে কয়েক লক্ষ বা কোটি টাকা আয় করেন।

তারা ভিডিও বানিয়ে তা ইউটিউবে আপলোড করে মাসে মাসে এই টাকা আয় করেন।

এই টাকা গুগল এডসেন্স / মনিটেইজেশন এর মাধ্যমে ইনকাম হয়ে থাকে।

এছাড়াও গুগল এডসেন্স ছাড়া বিভিন্ন সাইটের/প্রোডাক্টস এর  স্পন্সর নিয়েও অনেক টাকা আয় করে থাকেন। তাছাড়া তারা এসব ভিডিও তে এফিলিয়েট/ রেফার এর মাধ্যমেও অনেক টাকা আয় করেন।


তবে, গুগল  এডসেন্স হলো তাদের মেইন/প্রাথমিক ইনকাম।

এখন আপনারা বলতে পারেন এটা ত সোজা বা অনেক কঠিন!

যারা এই রকম প্রশ্ন করবেন তাদের কে বলতে চাই ইউটিউবার হওয়ার এত সোজা বা এত কঠিন নয়।

ইউটিউবে সফল হতে হলে আপনাকে কঠোর পরিশ্রম ও ধৈর্য রাখতে হবে। প্রথমে ইউটিউবে চ্যানেল খুলে আপনারা রাতারাতি লক্ষ লক্ষ টাকা ও ভাইরাল হয়ে উঠবেন না।

ধীরে ধীরে আপনি যখন উন্নত মানে কন্টেন্ট/ভিডিও আপলোড করবেন তখন ই আপনি সফল হতে পারবেন।


আজ পর্যন্ত যারা ইউটিউবে সফল বা যারা ইউটিউব থেকে অনেক টাকা আয় করেন তারাও রাতারাতি এ পর্যায়ে যায় নি। এই অবস্থানে যেতে তাদের অনেক পরিশ্রম করতে হয়েছে।

আপনারাও যদি লেগে থাকেন তাহলে আপনারাও একদিন সফল হবে ইনশাআল্লাহ।


ফ্রি-ল্যান্সিংঃ

এই শব্দটার সাথে আজ আমরা অনেকেই পরিচিত! ফ্রি-ল্যান্সিং বলতে আমরা সাধীন ভাবে কাজ করা টাকে বুঝি।

অর্থাৎ এই অবস্থানে আপনারা নিজের মত কারো নিজ সাধীন ভাবে কাজ করতে পারবেন। আপনার কোনো কাজ জানা থাকলে আপনি এই ফ্রি-ল্যান্সিং করতে পারবেন।

আপনারা যদি উপরের ইউটিউবিং করেন তারাও ইউটিউব এর কাজের পরিধিকে কাজে লাগিয়ে ফ্রি-ল্যান্সিং করতে পারেন।

যেমন আপনি ইউটিউব এর ভিডিও ইডিট করেন এখন আপনি ভিডিও ইডিট এই স্ক্রিল নিয়ে অনলাইনে ফ্রি-ল্যান্সিং করতে পারেন।

আপনি ভিডিওর থাম্বনেইল বানান এখন আপনি অন্য চ্যানেল এ জন্য এই থাম্বনেইল বা অন্য কিছু ডিজাইন করেও গ্রাফিক ডিজাইন এর উপর অনলাইনে কাজ করতে পারেন।

আপনি ভিডিও এস ই ও করতে পারেন এখন আপনি বিভিন্ন চ্যানেলের ভিডিও এস ই ও করেও মাসে অনেক টাকা আয় করতে পারেন।

এই কাজ গুলো আপনারা বিভিন্ন মার্কেটপ্লেস এর মাধ্যেম মাসিক ভিত্তিতে বা কাজের ভিত্তিতে করতে পারেন।

মার্কেটপ্লেস বলতেঃ ফাইবার,আপওয়ার্ক,ফ্রিল্যান্সার সহ আরও অনেক মার্কেটপ্লেস আছে যেখানে আপনারা অনেক বায়ার(যিনি কাজ দেন) পাবেন।


ব্লগিংঃ

ব্লগিং বলতে আপনাদের সহজ ভাষায় বুঝাতে চাই। 

এখন আপনারা যেই আর্টিকেল পড়ছেন এটাও ব্লগিং এর আওতায় পরবে। আমি প্রতিদিন এই সাইটে আর্টিকেল পোস্ট করি।

আপনারাও নিজের একটি ব্লগিং সাইট খুলে নিয়মিত আর্টিকেল পোস্ট করে অনেক টাকা আয় করতে পারেন।


এখানেও গুগল এডসেন্স,এফিলিয়েট/রেফার লিংক,কাস্টম এড,স্পন্সর এ সুযোগ আছে।

আপনারা সাইটে গুগল এডসেন্স এর পাশাপাশি উপরের উপায়ের আলাদা ভাবে অনেক টাকা উপার্জন করতে পারেন।


ই-কমার্সঃ

ই-কমার্স হলো অনলাইন থেকে অর্থ উপার্জনের অন্যতম জনপ্রিয় মাধ্যম। ই-কমার্স বলতে হলো অনলাইনে ব্যবসা! আপনি নিজের বা কিছু বন্ধু অনলাইনে নিজের একটি -কমার্স সাইট চালু করতে পারেন। এটি আপনারা ফেসবুক পেইজ এবং ওয়েবসাইট এর মাধ্যমে করতে পারেন। ধিরে ধিরে যখন আপনার ব্যবসা বড় হবে তখন আপনারা উক্ত শপ/অনলাইন শপ কে মোবাইল অ্যাপ এ নিয়ে আসতে পারেন।

কারণ, মোবাইল অ্যাপ হলে ইউজার দের অনেক ভালো লাগে।

ই-কমার্স সাইট বা পেইজ মাধ্যমে মানুষের কাছে পন্য বা সার্ভিস প্রদানের মাধ্যমে অনেক টাকা পাওয়া যায় এবং নিজের একটি ব্যবসাও তৈরী হচ্ছে। এছাড়াও এই ই-কমার্স এর মাধ্যমে আপনারা অনেক মানুষকে কর্ম বা চাকরি দিরে পারবেন।


ডেভেলপমেন্টঃ

ভেভেলপমেন্ট বলতে এইখানে আমরা ওয়েবসাইট এবং অ্যাপ বানানোর কথা বলছি। আপনারা নিজের বিভিন্ন ডিজানের অ্যাপ ও ওয়েবসাইট বানিয়ে অনলাইনে বিক্রি করতে পারেন বা নিজেই প্লে স্টোরে ছেড়ে এড এর মাধ্যমে অনেক টাকা আয় করতে পারেন। এই কাজ আগে আপনাকে শিখতে পারেন। এই কাজের মাধ্যমে আপনারা ফ্রি-ল্যান্সিং করেও অনেক টাকা উপার্জন করতে পারেন। 


ডিজিটাল মার্কেটিং ও এস ই ওঃ

SEO এর মানে হলো সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। সহজ ভাষায় যদি বলি তাহলে কোনো লিংক কে সবার উপরে নিয়ে আসে। যেমন, এখন যদি আমি ইউটিউবে সার্চ করি How To Make Money Online এখন সবার উপরে যেই ভিডিও টা আসবে তাহলে আমরা বুঝতে পারব যে উক্ত চ্যানেলে এর মালিক বা ম্যানেজার(যে ভিডিও এস ই ও এর কাজ করে ) ভিডিও টি খুব ভালো ভাবে SEO করেছে। এই কারনেই এই ভিডিওটি সবার আগে আসছে।

অথবা একই কথা যদি গুগলে সার্চ করি তাহলে সর্বপ্রথম যেই ওয়েবসাইট আসবে তাহলেও বুঝতে পারব উক্ত সাইটের মালিক তার এই পোস্ট বা আর্টিকেল টি কে অনেক ভালো ভাবে SEO করেছে।

এই SEO এই কাজ করেও আপনি অনলাইনে অনেক টাকা আয় করতে পারেন। 

ডিজিটাল মার্কেটিং এটি অনেক টা SEO এর মত। কিন্তু এতে আপনাকে এই সার্ভিস কে অনেক মানুষের কাছে পৈছে দিতে হবে।

যেমন আজ আমি একটা ফেসবুক ব্যবসা করার জন্য পেইজ খুললাম। প্রাথমিক অবস্থায় কেউ আমার পেইজ থেকে কোনো কিছু কিনতে চাইবে না।

এখন আমি একজন মার্কেটার এর সাহায্যে আমার এই পেইজ কে কোটি কোটি মানুষের কাছে দিবে।

এখন এই ডিডিটাল মার্কেটার যে উপায়ে আমার পেইজ কে সবার কাছে ছড়িয়ে দিল এটাকেই ডিজিটাল মার্কেটিন বলে। এই কাজ শিখে আপনারা অনলাইন থেকে অনেক টাকা আয় করতে পারেন।


আজকের মত এই পর্যন্তই! যদি আপনাদের কাছে এই আর্টিকেলটি ভালো লেগে থাকে তাহলে এই আর্টিকেলটি সকলের কাছে শেয়ার করুন।

নিয়মিত এই রকম প্রয়োজনীয় ব্লগ পেতে আমাদের সাইট ভিজিট করুন।।

দোয়ামে ইয়াদ রাখনা

খোদা হাফেজ

কোনো কিছু জানার বা অভিযোগ থাকলে নিচে কমেন্ট করুন

একটি মন্তব্য পোস্ট করুন

কোনো কিছু জানার বা অভিযোগ থাকলে নিচে কমেন্ট করুন

এখানে কমেন্ট/মন্তব্য করুন (0)

নবীনতর পূর্বতন