বিকাশ/রকেট/নগদ/উপায় একাউন্ট নাম্বার পরিবর্তনের নিয়ম!

বিকাশ একাউন্ট নাম্বার পরিবর্তন
বিকাশ একাউন্ট নাম্বার পরিবর্তন


কিভাবে বিকাশ/রকেট/নগদ/উপায় একাউন্ট নাম্বার পরিবর্তন করবেন? 

হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই?

আশা করি সবাই ভালো আছেন। আজকের ব্লগে আপনাদের সাথে মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস এর  একটি গুরুত্তপূর্ন বিষয় নিয়ে আলোচনা করা হবে।এই ব্লগে আপনাদের সাথে আলোচনা করা হবে কিভাবে খুব সহজেই বিকাশ একাউন্ট নাম্বার পরিবর্তন করবেন।এই ব্লগ এর নিয়ম অনুসারে আপনারা বিকাশ এর পাশাপাশি অন্যান্য যে মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস আছে যেমন, নগদ,রকেট,উপায় একাউন্টের ও একাউন্ট নাম্বার পরিবর্তন করতে পারবেন।

বিকাশ একাউন্ট একাউন্ট নাম্বার পরিবর্তন কিঃ 

আমরা যেই সিমে বিকাশ একাউন্ট খুলি সেই সিম নাম্বার টাই হলো আমাদের বিকাশ একাউন্ট নাম্বার। কোনো কারণে এই বিকাশ একাউন্ট নাম্বার বা বিকাশ সিম পরিবর্তন করার প্রয়োজন হতে পারে। এখন যদি আপনি বিকাশ নাম্বার পরিবর্তন করতে চান এটাই হলো বিকাশ একাউন্ট নাম্বার পরিবর্তন। ধরুন, আপনার একটি ০১৬******** নাম্বারে বিকাশ একাউন্ট করা আছে। এই সিম টি আপনার নয় অথবা অন্য কোনো কারণে আপনি বিকাশ নাম্বারটি পরিবর্তন করতে চাচ্ছেন। ০১৬******** থেকে অন্য একটি নাম্বার ০১৯*******/০১৬৭৩******  একাউন্ট টি করতে চাচ্ছেন। এমতবস্থায় আপনাকে কি করতে হবে তা নিচে আলোচনা করা হবে।

বিকাশ একাউন্ট নাম্বার পরিবর্তন করতে কি কি লাগেঃ

১। আপনার অরিজিলান আইডি কার্ড;

২। আপনার আইডি কার্ডের ১ কপি রঙ্গিন ফটোকপি;

৩। আপনার ১ কপি পাসপোর্ট সাইজের ছবি;

৪। উক্ত বিকাশ সিম(যেই সিমে বিকাশ আছে);

৫। আরেকটি সিম যেই সিমে কোনো বিকাশ খোলা নেই;

৬। আপনার মোবাইল ফোন;

৭। একাউন্ট এর ব্যালেন্স শূন্য করে নিতে হবে;

একাউন্ট নাম্বার পরিবর্তন করতে কোথায় যেতে হবেঃ

আপনার বিকাশ একাউন্ট নাম্বার পরিবর্তন করতে নিকটস্থ বিকাশ প্লাস/বিকাশ কেয়ার/বিকাশ গ্রাহক সেবা কেন্দ্র/ বিকাশ কাস্টমা কেয়ার থেকে একাউন্ট নাম্বার পরিবর্তন করতে পারবেন। একইভাবে, নগদ/রকেট/উপায় একাউন্ট নাম্বার পরিবর্তন করতে আপনাকে নিকটস্থ কাস্টমার কেয়ারে যেতে হবে।

একাউন্ট নাম্বার পরিবর্তন করতে কোনো ফি/চার্জ লাগেঃ

না। বিকাশ/রকেট/নগদ/উপায় একাউন্ট নাম্বার পরিবর্তন করতে কোনো চার্জ লাগবে না।কাস্টমার কেয়ারে কোনো কাজের উপর চার্জ প্রযোজ্য নয়।

কার্যপদ্ধতিঃ

বিকাশ/রকেট সহ অন্যান্য মোবাইল ব্যাংকিং একাউন্ট নাম্বার পরিবর্তন করার পদ্ধতি।

১। প্রথমে আপনার বিকাশ একাউন্ট এর ব্যালেন্স শূন্য করা হবে।

২। তারপর আপনার সাক্ষরের মাধ্যমে একাউন্ট টি ক্লোজ বা বন্ধ করা হবে।

৩। এর পর আপনাকে নতুন একাউন্ট করে দেয়া হবে।

৪। নতুন একাউন্ট এর জন্য আপনাকে এমন একটি সিম দিতে হবে যেই সিমে আগে কোনো বিকাশ একাউন্ট খোলা হয়নি।

** বিকাশ একাউন্ট নাম্বার পরিবর্তনের জন্য আগে আপনার বর্তমানের বিকাশ একাউন্ট বন্ধ করা হবে তারপর নতুন সিমে নতুন একাউন্ট খুলে দেয়া হবে।

বিকাশ একাউন্ট টাকা আছে তাহলে কিভাবে ব্যালেন্স শূন্য করবঃ

আপনার একাউন্ট থেকে নতুন যেই সিমে বিকাশ খুলবেন সেই সিমে সেন্ডমানি করে দিবেন। Send Money to Non-bKash User এর মাধ্যমে। সেন্ড মানি করার ৭২ ঘন্টার মধ্যে একাউন্ট চালু করতে হবে অন্যথায় সেন্ডমানি করা টাকা একাউন্টে ব্যাক চলে আসবে।আপনি চাইলে টাকা ক্যাশ আউট করে তুলে নিতে পারেন অথবা বন্ধুকে সেন্ডমানি করে দিতে পারেন। 

ব্যালেন্স ১০ টাকার কম হলে কি করবেনঃ

একাউন্ট ব্যালেন্স ১০ টাকার কম হলে উক্র টাকা পেমেন্ট করে শূন্য করতে পারেন। অথবা অন্য কারো কাছ থেকে কিছু টাকা রিসিভ করে মোবাইল রিচার্জ নিয়ে একাউন্ট শূন্য করতে পারেন।আরো অনেক উপায়ে একাউন্ট ব্যালেন্স শূন্য করতে পারবেন।

ডি-এক্টিভ থাকা একাউন্ট এর ব্যালেন্স কিভাবে শূন্য করবঃ

আপনার একাউন্ট এ যদি বেশী টাকা তাহলে প্রথমে একাউন্ট টিকে সচল করতে হবে। তারপর একাউন্ট এ থাকা ব্যালেন্স তুলে নিন এবং উপরে দেয়া তথ্য অনুসারে একাউন্ট বন্ধ  ও নতুন সিমে একাউন্ট চালু করুন।একাউন্ট এ যদি ব্যালেন্স কম থাকে বা উক্র টাকা আপনার দরকার না হয়, তাহলে এই একাউন্ট সচল + বন্ধ না করেই অন্য সিমে একাউন্ট খুলে নিতে পারবেন।

অজানা ব্যাক্তির একাউন্ট নাম্বার পরিবর্তনঃ

আপনি বর্তমানে একটি বিকাশ একাউন্ট ব্যবহার করছেন! এই বিকাশ কার নামে আছে আপনি জানেন না। এমতবস্থায় আপনি কি করবেন; বিকাশ যদি চালু থাকে তাহলে বিকাশ এ থাকা টাকা তুলে নিন এবং এই বিকাশ ব্যবহার করা বন্ধ করুন।আপনি চাইলেই আপনার আইডি দিয়ে বিকাশ একাউন্ট খুলে নিতে পারেন। নিচের লিংক এ ক্লিক করে একাউন্ট করলেই পাবেন ১৫০৳ বোনাস। এমন যদি হয় আপনি যাই বিকাশ টি ব্যবহার করছেন সেই বিকাশ টি বন্ধ আছে ও বিকাশ টি কার নামে বা কার আইডি দিয়ে খোলা আছে আপনি জানেন না। তাহলে, বিকাশ এ যদি বেশি টাকা থাকে তাহলে আপনার আইডি দিয়ে একাউন্ট টি হালনাগাদ করে আনুন। এর পর থেকে এই বিকাশ আপনার নামে হয়ে যাবে। এখন যদি আপনি নাম্বার পাল্টাতে চান তাহলে আপনাকে উপরে দেয়া নিয়ম অবলম্বন করতে হবে। ব্যালেন্স কম হলে বা এই টাকা দরকার না হলে আপনি নিচের লিংক এ ক্লিক করে ঘরে বসেই নিজের বিকাশ একাউন্ট খুলে নিতে পারেন।

বিকাশ একাউন্ট খুলতে ক্লিক করুনঃ

বিকাশ/নগদ/রকেট/উপায় একাউন্ট নাম্বার পরিবর্তন করতে কত সময় লাগেঃ

১৫-৩০ মিনিট।কাজ এর এই সময় কম বেশী হতে পারে।

একাউন্ট নাম্বার পরিবর্তন করার পর নতুন নাম্বার ই হবে আপনার বিকাশ রকেট নগদ উপায় একাউন্ট নাম্বার।

একজনের আইডি কার্ডের মাধ্যমে কতটি একাউন্ট চালানো যায়ঃ

একজন মানুষ তার আইডি দিয়ে একই সার্ভিসের মাএ একটি একাউন্ট চালাতে পারবে।যেমন, আপনি আপনার আইডি দিয়ে একটি বিকাশ চালু রাখতে পারবেন।একইভাবে একটি নগদ/রকেট/উপায় চালু রাখতে পারবেন। আপনি চাইলে একইসাথে আপনার আইডি দিয়ে সবগুলো একাউন্ট একটি করে চালাতে পারবেন।(১ টি  বিকাশ + ১ টি নগদ + ১ টি রকেট + ১ টি উপায় চালাতে পারবেন। সবগুলোই চালাতে পারবে কিন্তু একটি মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসের একাউন্ট একটি ই থাকবে। অপরদিকে আপনি ১ টি পারসোনাল একাউন্ট একাউন্ট পাশাপাশি ১ টি এজেন্ট সিম নিতে পারবেন।এই নিয়ে সামনে আলাদা ব্লগ পোস্ট করা হবে সাথেই থাকুন। 

একাউন্ট এর  মালিকানা পরিবর্তন করতে কত সময় লাগেঃ

একাউন্ট এর মালিকানা পরিবর্তন / হালনাগাদ করতে ১৫-২০ মিনিট সময় লাগে। কম বেশিও হতে পারে।

সতর্কতাঃ

একাউন্ট নাম্বার পরিবর্তন / তথ্য হালনাগাদ করতে আপনাকে সকল তথ্য সঠিক দিতে হবে। নিকটস্থ কাস্টমার কেয়ারের ঠিকানা জেনে যোগাযোগ করুন।বিস্তারিত জানতে ও কাস্টমার কেয়ারের ঠিকানা জানতে উক্ত সার্ভিসের হেল্প লাইনের কল করুন।

বিকাশঃ ১৬২৪৭ / support@bkash.com / livechat.bkash.com

নগদঃ ১৬১৬৭ / 09609616167 / info@nagad.com.bd

রকেটঃ ১৬২১৬

উপায়ঃ ১৬২৬৮ / info@upaybd.com

এই নিয়ে আমাদের চ্যানেলে ভিডিও দেয়া আছে দেখে আসতে পারেনঃ

দেখতে ক্লিক করেনঃ

বিকাশ নিয়ে আরো কিছুঃ 

এই একাউন্ট নাম্বার পরিবর্তন নিয়ে আমাদের অফিসিয়াল চ্যানেলে ভিডিও দেয়া হবে। সবার আগে দেখতে সাবস্ক্রাইব করে আসুন।
বিকাশ এর চলমান কিছু অফার দেখতে ক্লিক করুন। 
বিকাশ অ্যাপ ডাউনলোড করুনঃ 
বিকাশের সকল অফার ও আপডেট সবার আগে পেতে আমাদের সাথেই থাকুন।
আমাদের ওয়েবসাইট
আমাদের চ্যানেল
আমাদের পেইজ
আমাদের গ্রুপ
আমাদের ইমেইল
যোগাযোগ করুন

কোনো কিছু জানার বা অভিযোগ থাকলে নিচে কমেন্ট করুন

একটি মন্তব্য পোস্ট করুন

কোনো কিছু জানার বা অভিযোগ থাকলে নিচে কমেন্ট করুন

এখানে কমেন্ট/মন্তব্য করুন (0)

নবীনতর পূর্বতন