অ্যাফিলিয়েট মার্কেটিং কি ?

অ্যাফিলিয়েট মার্কেটিং
অ্যাফিলিয়েট মার্কেটিং

অ্যাফিলিয়েট মার্কেটিং কি ?

অ্যাফিলিয়েট মার্কেটিং শব্দটি আমাদের সকলেরই শোনা। অ্যাফিলিয়েট মার্কেটিং বলতে আমরা কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের কোনো পণ্য বা সার্ভিস হাজার হাজার মানুষের কাছে পৌছে দেয়াকে বুঝি। হাজার হাজার মানুষের মধ্যে কিছু সংখ্যক মানুষ উক্ত পণ্য বা সার্ভিসটি গ্রহন করবে। তখন উক্ত ব্যক্তি বা প্রতিষ্ঠান থেকে বিক্রিত পণ্যের মূল্যের উপর ভিত্তি করে কিছু কমিশন উক্ত মার্কেটারকে ( যিনি পণ্যের মার্কেটিং করেছেন) দেয়া হয়। এটাকেই সাধারণত অ্যাফিলিয়েট মার্কেটিং বলে।


যেমন, আমাজন.কম থেকে আমি একটি পণ্যের ( মোবাইল ) মার্কেটিং করলাম। উক্ত মোবাইলের দাম ১৫০০০ টাকা। উক্ত মোবাইলটিকে আমি বিশ্বের ২ লক্ষ মানুষের কাছে পৌছে দিলাম। এখন ২ লক্ষ মানুষের মধ্যে ১০০ জন উক্ত মোবাইলটি আমার দেয়া লিংক এর মাধ্যমে আমাজন.কম থেকে ক্রয় করল। এখন উক্ত পণ্যের উপর আমাকে ৩-১০% পর্যন্ত কমিশন দিবে। এখন হিসাব করে দেখি উক্ত পণ্যের উপর আমি কত টাকা আমাজন থেকে পাব।


৩% কমিশন হলেঃ 

১৫০০০ টাকায় ৪৫০ টাকা পাব।যেহেতু পণ্যটি ১০০ জন মানুষ ক্রয় করেছে তাই সর্বমোট পাব (১০০X৪৫০)=৪৫০০০ টাকা।


৫% কমিশন হলেঃ 

১৫০০০ টাকায় ৭৫০ টাকা পাব।যেহেতু পণ্যটি ১০০ জন মানুষ ক্রয় করেছে তাই সর্বমোট পাব (১০০X৭৫০)=৭৫০০০ টাকা।


৮% কমিশন হলেঃ 

১৫০০০ টাকায় ১২০০ টাকা পাব।যেহেতু পণ্যটি ১০০ জন মানুষ ক্রয় করেছে তাই সর্বমোট পাব (১০০X১২০০)=১২০০০০ টাকা।


১০% কমিশন হলেঃ 

১৫০০০ টাকায় ১৫০০ টাকা পাব।যেহেতু পণ্যটি ১০০ জন মানুষ ক্রয় করেছে তাই সর্বমোট পাব (১০০X১৫০০)=১৫০০০০ টাকা।

অবশ্য মোবাইলের উপর এত বেশি কমিশন দিবে না ৩-৫%।


অতএব, আমরা বুঝতে  পারলাম যত সেল ( বিক্রি ) হবে আমাদের ইনকাম তত বেশি হবে।


অ্যাফিলিয়েট মার্কেটিং বর্তমানে বিশ্বের সেরা একটি আয়ের সুযোগ।অ্যাফিলিয়েট মার্কেটিং করতে এক টাকাও ইনভেস্ট করার প্রয়োজন নেই।আপনি পৃথিবীর যেকোনো প্রান্তে থেকে এই কাজ করতে পারবেন। শুধু প্রয়োজন হবে একটি ইন্টারনেট যুক্ত মোবাইল/কম্পিউটার।

 

বর্তমানে পণ্যের পাশাপাশি মানুষ তাদের একটি সার্ভিসকেও হাজার মানুষের কাছে বিক্রি করে বেশি টাকা আয়  করতে পারেন।যেমন, আমি একটি ওয়েবসাইটের থিম ডিজাইন করলাম। উক্ত ডিজাইন টি আমি শুধু একবার বানালাম।কিন্তু এই একটি ডিজাইন আমি লক্ষ লক্ষ মানষের  কাছেও বিক্রি করতে পারব।

আপনি এসব ডিজাইন এর ও মার্কেটিং করতে পারেন।এসব পণ্যের উপর ভালো কমিশন দেয়া হয়।

কেননা, এই পণ্যটি তারা একবারই তৈরি করেছে। এসব পণ্যের উপর আপনি সর্বোচ্চ ৫০% পর্যন্ত কমিশন পেতে পারেন।


মনে করুন, আপনি এনভাটো.কম থেকে একটি  থিম/সোর্স কোড/প্লাগিন এর মার্কেটিং করেছেন। উক্ত পণ্যের  দাম 29$=২৪৩০ টাকা। উক্ত পণ্যটি আপনি বিশ্বের ২ লক্ষ মানুষের কাছে পৌছে দিলেন। এখন ২ লক্ষ মানুষের মধ্যে ১০ জন উক্ত পণ্যটি আপনার দেয়া লিংক এর মাধ্যমে এনভাটো থেকে ক্রয় করল। এখন উক্ত পণ্যের উপর আমাকে ৩০-৫০% পর্যন্ত কমিশন দিবে। এখন হিসাব করে দেখি উক্ত পণ্যের উপর আপনি কত টাকা এনভাটো থেকে পাবেন। 


৩০% কমিশন হলেঃ 

২৪৩০ টাকায় ৭২৯ টাকা পাবেন।যেহেতু পণ্যটি ১০ জন মানুষ ক্রয় করেছে তাই সর্বমোট পাবেন (১০X৭২৯)=৭২৯০ টাকা।


৪০% কমিশন হলেঃ 

২৪৩০ টাকায় ৯৭২টাকা পাবেন।যেহেতু পণ্যটি ১০ জন মানুষ ক্রয় করেছে তাই সর্বমোট পাবেন (১০X৯৭২)=৯৭২০ টাকা।


৫০% কমিশন হলেঃ 

২৪৩০ টাকায় ১২১৫ টাকা পাবেন।যেহেতু পণ্যটি ১০ জন মানুষ ক্রয় করেছে তাই সর্বমোট পাবেন

(১০X১২১৫)=১২১৫০ টাকা।


এসব পণ্যের উপর এর থেকে বেশি কমিশন পেতে পারেন।


উপরে দেয়া আমাজন ও এনভাটো হচ্ছে অ্যাফিলিয়েট করার মধ্যে সেরা মার্কেটপ্লেস। 

অ্যাফিলিয়েট মার্কেটিং করে মাসে কয়েক লক্ষ টাকা পর্যন্ত আয় করা সম্ভব।আপনার আয় নির্ভর করবে আপনার মার্কেটিং এবং সেলের উপর।


পরবর্তীতে আলোচনা করব কিভাবে অ্যাফিলিয়েট মার্কেটিং করা হয় এবং কত ধরনের সার্ভিস নিয়ে অ্যাফিলিয়েট মার্কেটিং করা যায়।পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থাকুন।


বিঃদ্রঃ উপরে দেয়া সকল কমিশন এর পরিমান আপনাদের বুঝানোর জন্য ব্যবহার করা। 

কোনো কিছু জানার বা অভিযোগ থাকলে নিচে কমেন্ট করুন

একটি মন্তব্য পোস্ট করুন

কোনো কিছু জানার বা অভিযোগ থাকলে নিচে কমেন্ট করুন

এখানে কমেন্ট/মন্তব্য করুন (0)

নবীনতর পূর্বতন