বিকাশ পারসোনাল রিটেইল একাউন্ট কি এবং এর বিস্তারিত

বিকাশ পারসোনাল রিটেইল একাউন্ট


বিকাশ পারসোনাল রিটেইল একাউন্ট কি এবং এর বিস্তারিতঃ

বিকাশ পার্সোনাল রিটেইল একাউন্ট বা PRA হচ্ছে অনলাইনের (ফেসবুক,ওয়েবসাইট, অ্যাপ) ক্ষুদ্র ও খুচরা ব্যবসায়ীদের পণ্য বেচাকেনার লেনদেন করার উপযোগী বিকাশ একাউন্ট। একইসাথে সাধারণ বিকাশ গ্রাহকদের পেমেন্ট সুবিধাও এটা দ্বারা নিশ্চিত হবে। অর্থাৎ এর একাউন্ট এ কাস্টমার থেকে পেমেন্ট নেওয়ার পাশাপাশি অন্যান্য বিকাশ গ্রাহকদের কাছ থেকেও পেমেন্ট রিসিভ করা যাবে। 


একাউন্ট এর প্রকারভেদঃ 

এই বিকাশ পারসোনাল রিটেইল একাউন্ট দুই ধরনেরঃ-

১। অল্প/সীমিত লেনদেন উপযোগী পার্সোনাল রিটেইল একাউন্ট (অফলাইন পার্সোনাল রিটেইল একাউন্ট ।

(এখানে সীমিত লেনদেন বলতে, প্রতি লেনদেনে সর্বোচ্চ ৯৯৯ টাকার কথা বুঝানো হয়েছে।অর্থাৎ আপনাকে কোনো গ্রাহক বা কাস্টমার প্রতি লেনদেনে সর্বোচ্চ ৯৯৯ টাকা পেমেন্ট করতে পারবে।

২। বেশী / সম্পূর্ন  লেনদেন উপযোগী পার্সোনাল রিটেইল একাউন্ট (অনলাইন পার্সোনাল রিটেইল একাউন্ট ।

(এখানে সম্পূর্ন লেনদেন বলতে, প্রতি লেনদেনে সর্বোচ্চ ২০০০ টাকার কথা বুঝানো হয়েছে।অর্থাৎ আপনাকে কোনো গ্রাহক বা কাস্টমার প্রতি লেনদেনে সর্বোচ্চ ২০০০ টাকা পেমেন্ট করতে পারবে।


PRA বা পারসোনাল রিটেইল খুলতে যা যা লাগেঃ

১। আপনার ন্যাশনাল আইডি অর্থাৎ জাতীয় পরিচয় পএ(ভোটার কার্ড)

২। আপনার  সিম কার্ডের মালিকানার প্রমাণপএ ।

৩। একটি বৈধ মোবাইল নাম্বার (আপনার জাতীয় পরিচয়পত্র দ্বারা নিবন্ধিত), যেটা দিয়ে আগে কোনো ধরনের  বিকাশ একাউন্ট খোলা হয়নি।

৪। নমিনির জাতীয় পরিচয় পএ।

৫।ফেসবুক পেইজ/ওয়বসাইট/অ্যাপ (সম্পূর্ন লেনদেন উপযোগী একাউন্ট এর জন্য) 

৬। বিদ্যুৎ / ইউটিলিটি বিলের কপি  (ঐচ্ছিক)

৭। ই-মেইল/জিমেইল (ঐচ্ছিক)

৮। পেশার প্রমানপএ ( কিছু এলাকার জন্য)


কিভাবে পারসোনাল রিটেইল একাউন্ট খুলবেনঃ

এই বিকাশ পারসোনাল রিটেইল একাউন্ট খুলে হলে কোনো এজেন্ট/বিকাশ কেয়ারে যেতে হবে না। আপনারা ঘরে বসেই অনলাইনের মাধ্যমে আবেদন করে একাউন্ট খুলে নিতে পারেন। আপনাকে কোনো ডকুমেন্ট কোথাও জমা দিতে হবে না। শুধু অনলাইনে আবেদন করার সময় ডকুমেন্টস গুলোর স্ক্যান কপি বা ছবি তুলে দিয়ে দিবেন।নিচে আবেদন প্রক্রিয়া দেয়া হলো। 

গুগল ক্রোম ব্যবহার আবেদন করার অনুরোধ/প্রস্তাব রইল। 

১। উপরে দেয়া অনুযায়ী সকল ডকুমেন্টস সংগ্রহ করুন।

২। তথ্য গুলো সাথে রেখে ভিসিট করুনঃ PRAACCOUNT

৩। ভিসিট করে আপনি আপনার সকল তথ্য সাবমিট করে  আবেদন করুন। 

৪। আবেদন করা সময় নিজের তথ্য লিখে ও আইডি কার্ডের ছবি (সামনের/পেছনের) দিতে হবে। 

 ৫। সরাসরি নিজের সেলফি/ ছবি তুলে দিতে হবে। 

৬। সিমের মালিকানা প্রমান পএ দিতে হবে।

৭। নমিনির তথ্য লিখে ও আইডির ছবি দিতে হবে

.৮। ব্যবসার তথ্য দিতে হবে।

৯। ফেসবুক/ওয়েবসাইট/অ্যাপ না থাকলে অন্যান্য সিলেক্ট করতে হবে।

১০। ইমেইল দিতে হবে।

১১। যোগাযোগের জন্য আরেকটা নাম্বার দিতে হবে।(আগেরটাও দিতে পারেন)

১২। ফেসবুক পেইজ এর স্ক্রিনশট/লিংক দিতে হবে(যদি থাকে)


কারা কারা নিতে পারবেঃ

যারা বর্তমানে বিকাশের পারসোনাল বিকাশ একাউন্ট চালায় তারা চাইলে পাশাপাশি এই একাউন্ট কেও চালাতে পারবে। বিকাশ না থাকলেও এই একাউন্ট খুলতে পারবে। কিন্তু যাদের আইডি দিয়ে ইতিমধ্যে বিকাশ এজেন্ট বা মার্চেন্ট নেয়া আছে তারা নিতে পারবে না। উপরে বলা হয়েছে যে, একাউন্ট দুই ধরনের হবে, এখন আপনাদের অনেকেরই মাথায় প্রশ্ন আসবে কে বা কারা কোন একাউন্ট নিতে পারবে। 

যাদের অনলাইনের ব্যবসা আছে যেমন ফেসবুকে,ওয়েবসাইটে,অ্যাপ-এ তারা সম্পূর্ন একাউন্ট খুলতে পারবে। একইভাবে যাদের অনলাইনে ব্যবসা নেই তারা সীমিত লেনদেনের একাউন্ট খুলতে পারবে। আবেদন করার সময় পেইজ এর লিংক ও স্ক্রিনশট দিলে আপনি সম্পূর্ন একাউন্ট নিতে পারবেন।


কার্য পদ্ধতিঃ

১। প্রথমে এমন একটি সিম নিবেন যেটায় আগে কোনো প্রকার বিকাশ একাউন্ট খোলা হয়নি এবং উক্ত সিমটি আবশ্যই আপনার আইডি দিয়ে নিবন্ধিত হতে হবে।

২। আপনার আইডির ছবি(সামনের+পিছনের)+সিমের মালিকানা প্রমানপএ এর স্ক্রিনশট+নমিনির আইডি কার্ডের সামনের অংশের ছবি+অনলাইন ব্যবসার একটি স্ক্রিনশট সহ অন্যান্য  তথ্য ছবি তুলে সাবমিট করতে হবে।

৩। আবেদন করার ১০-৩০(বা তার চেয়ে বেশী) মিনিট পর আপনাকে জানানো হবে যে আপনার আবেদন টি সফল হয়েছে কি না। তাছাড়া আপনি স্ট্যাটাস আইডি ব্যবহার করেও আবেদনের বর্তমান অবস্থা চেক করতে পারবেন।

৪। আবেদন সফল হবার কিছুক্ষনের মধ্যেই আপনাকে ই-কুরিয়ার থেকে পারসেল পাঠানো হয়েছে এই রকম মেসেজ পাঠানো হবে।

৫। কুরিয়ার করার সর্বোচ্চ ৭ কর্মদিবসের মধ্যে আপনার দেয়া ঠিকানায় পার্সেল চলে যাবে। একদম হোম ডেলিভারি। আরেকটি বিষয় মাথায় রাখবেন ডেলিভারিতে কোনো চার্জ দিতে হবে না এটা একদম ফ্রি। কোনো ডেলিভারি এজেন্ট আপনার কাছে টাকা চাইবে না।চাইলেও দেবেন না।

৬।আপনাকে যে পার্সেল দেয়া হবে এটার মধ্যে একটি ভেরিফিকেশন কোড আছে। এই কোড ব্যবহার করে আপনি আপনার ব্যবসার ঠিকানা ভেরিফাই করে সর্বোচ্চ লেনদেন মানে ২০০০ টাকা পর্যন্ত প্রতি লেনদেনে পেমেন্ট নিতে পারবেন।

কিভাবে ভেরিফাই করবেন তা নিয়ে আমাদের ইউটিউব চ্যানেলে ভিডি দেয়া আছে। দেখে আসুন।


এই একাউন্ট এর সুবিধা বা কি কি করা যাবেঃ

পেমেন্ট এর  বেলায়ঃ

আপনার পারসোনাল রিটেইল একাউন্ট এ আপনি   বিকাশ গ্রাহকদের কাছ থেকে পেমেন্ট রিসিভ / গ্রহন করতে পারবেন। আপনার QR  স্ক্যান করে, পেমেন্ট গেটওয়র মাধ্যমে আপনাকে সরাসরি পেমেন্ট করতে পারবে। আপনিও চাইলে অন্য রিটেইলার একাউন্ট / মার্চেন্ট  কে পেমেন্ট করতে পারবেন। পারসোনাল একাউন্ট এর পাশাপাশি অন্য রিটেইলার একাউন্ট থেকেও আপনাকে পেমেন্ট করতে পারবে।


সেন্ডমানির বেলায়ঃ

আপনি আপনার পারসোনাল রিটেইল একাউন্ট থেকে যেকোনো পারসোনাল  বিকাশ গ্রাহককে সেন্ড মানি করতে পারবে। 


ক্যাশ আউট এর বেলায়ঃ

আপনি আপনার পারসোনাল রিটেইল একাউন্ট থেকে এজেন্ট / ব্র্যাক ব্যাংক ও Q - ক্যাশ এর এটএম থেকে টাকা তুলতে পারবে।


রিটেইল একাউন্ট এর জন্য ক্লিক করুনঃ 

আপনার আবেদন করার একাউন্ট এর স্ট্যাটাস দেখতে ক্লিক করুনঃ

লেটার পেলে ক্লিক করে ঠিকানা ভেরিফাই করুন


বিকাশ নিয়ে আরো কিছুঃ 

এই  নিয়ে আমাদের চ্যানেলে ভিডিও দেয়া আছে। দেখতে ক্লিক করুন।

বিকাশ এর চলমান কিছু অফার দেখতে ক্লিক করুন। 

বিকাশ অ্যাপ ডাউনলোড করুনঃ 

বিকাশের সকল অফার ও আপডেট সবার আগে পেতে আমাদের সাথেই থাকুন।

আমাদের ওয়েবসাইট

আমাদের চ্যানেল

আমাদের পেইজ

আমাদের গ্রুপ

আমাদের ইমেইল

যোগাযোগ করুন

কোনো কিছু জানার বা অভিযোগ থাকলে নিচে কমেন্ট করুন

একটি মন্তব্য পোস্ট করুন

কোনো কিছু জানার বা অভিযোগ থাকলে নিচে কমেন্ট করুন

এখানে কমেন্ট/মন্তব্য করুন (0)

নবীনতর পূর্বতন