বাংলাদেশ থেকে অ্যাফিলিয়েট মার্কেটিং কিভাবে করবেন

 বাংলাদেশ থেকে অ্যাফিলিয়েট মার্কেটিং ?

অ্যাফিলিয়েট মার্কেটিং
অ্যাফিলিয়েট মার্কেটিং বাংলাদেশ
 

অ্যাফিলিয়েট মার্কেটিং শব্দটি আমাদের সকলেরই জানা ।


অ্যাফিলিয়েট মার্কেটিং বর্তমানে বিশ্বের সেরা একটি আয়ের সুযোগ।অ্যাফিলিয়েট মার্কেটিং করতে এক টাকাও ইনভেস্ট করার প্রয়োজন নেই।আপনি পৃথিবীর যেকোনো প্রান্তে থেকে এই কাজ করতে পারবেন। শুধু প্রয়োজন হবে একটি ইন্টারনেট যুক্ত মোবাইল/কম্পিউটার। অনলাইনে কাজ অথবা অনলাইন থেকে টাকা ইনকামের প্রায় কয়েক হাজার পদ্ধতি আছে।তার মধ্যে সব  থেকে সেরা হলো অ্যাফিলিয়েট মার্কেটিং।কারণ,অ্যাফিলিয়েট মার্কেটিং এর মাধ্যমে কোনো টাকা পয়সা ইনভেস্ট বা জোমা ছাড়াই লক্ষ লক্ষ টাকা আয় করা সম্ভব। অ্যাফিলিয়েট মার্কেটিং হচ্ছে অনলাইনের সব থেকে জনপ্রিয় একটি আয়ের সুযোগ।


নিচে অ্যাফিলিয়েট মার্কেটিং  নিয়ে সংক্ষিপ্ত ভাবে জেনে নেই। 

অ্যাফিলিয়েট মার্কেটিং বলতে আমরা কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের কোনো পণ্য বা সার্ভিস হাজার হাজার মানুষের কাছে পৌছে দেয়াকে বুঝি। হাজার হাজার মানুষের মধ্যে কিছু সংখ্যক মানুষ উক্ত পণ্য বা সার্ভিসটি গ্রহন করবে। তখন উক্ত ব্যক্তি বা প্রতিষ্ঠান থেকে বিক্রিত পণ্যের মূল্যের উপর ভিত্তি করে কিছু কমিশন উক্ত মার্কেটারকে ( যিনি পণ্যের মার্কেটিং করেছেন) দেয়া হয়। এটাকে সাধারণত অ্যাফিলিয়েট মার্কেটিং বলে।এই বিষয়ে আরো জানতে ক্লিক করুন। 


অ্যাফিলিয়েট মার্কেটিং করতে কি কি লাগেঃ

আপনি যেই প্লাটফর্ম/মার্কেটে এ অ্যাফিলিয়েট মার্কেটিং করতে চান সেই সাইটে আগে আপনাকে একটি অ্যাফিলিয়েট একাউন্ট করতে হবে। অ্যাফিলিয়েট একাউন্ট করতে হলে আপনার একটি সোশ্যাল মিডিয়া একাউন্ট থাকতে হবে।যেটার সাহায্যে আপনি তাদের পণ্য বা সার্ভিস কে সবার কাছে পৌছে দিবেন। অ্যাফিলিয়েট  একাউন্ট করার সময় তাদেরকে আপনার যেকোনো  একটি সোশ্যাল মিডিয়া একাউন্ট দিতে হবে।কারণ, তারা আপনার কাছে চাইবে আপনি কোন মাধ্যমে তাদের পণ্য গুলোকে প্রমোট করবেন।

সেটা হতে পারেঃ ক্লিক করুন 



অ্যাফিলিয়েট  একাউন্ট করার পর দুই থেকে তিন দিনের মধ্যে তারা আপনার একাউন্ট কে রিভিউ করে এপ্রুভ করে নেবে।এপ্রুভ হওয়ার পর উক্ত সাইট বা অনলাইন শপ থেকে পণ্যের লিংক নিয়ে আপনি আপনার সোশ্যাল মিডিয়া একাউন্ট এর মাধ্যমে বিভিন্ন জায়গায় ছড়িয়ে দিবেন।আপনাকে এক টাকাও খরচ করতে হবে না। শুধু অনলাইন শপ থেকে যেকোনো পণ্যের লিংক নিয়ে বিভিন্ন জায়গায় পোস্ট করে দিতে হবে। আপনি বিভিন্ন জায়গায় / বিভিন্ন গ্রুপে পোস্ট করবেন। দেখা গেল আপনি ১০০০ মানুষের কাছে উক্ত লিংক টি পৌছে দিলেন। ১০০০ মানুষের মধ্যে ৫ জন উক্ত পণ্য বা সার্ভিস টি আপনার দেয়া লিংক থেকে ক্রয় করল। এখন আপনি প্রতিটি পণ্যের উপর ৩-১০% পর্যন্ত কমিশন পাবেন। 


বাংলাদেশ থেকে কিভাবে পণ্য বা সার্ভিস কে প্রমোট করবেনঃ

আপনি যেখানেই কাজ করেন না কেন তাদের পণ্য গুলো লক্ষ লক্ষ মানুষের কাছে পৌছানোর জন্য আপনি বিশেষ কোনো মাধ্যম এর প্রয়োজন হবে।

সেটা হতে পারে ফেসবুক গ্রুপ।আপনি ১০০ টি গ্রুপে জয়েন থাকবেন।উক্ত গ্রুপে আপনার অ্যাফিলিয়েট লিংক সহ পণ্যের কিছু বর্ণনা লিখে নিয়মিত পোস্ট করবেন।দেখা গেল আপনি আপনার লিংক টিকে লক্ষ লক্ষ মানুষের কাছে পৌছে দিলেন।তার মধ্যে যত মানুষ উক্ত পণ্য বা সার্ভিস নিবে আপনি তত কমিশন পাবেন।ধীরে ধীরে আপনি আপনার নিজের একটি পেইজ,গ্রুপ,ওয়েবসাইট বানিয়ে নিবেন।ওয়েবসাইট ও পেইজ থেকে আপনি বেশি মার্কেটিং করতে পারবেন। আপনি আপনার ওয়েবসাইটে পণ্যের পাশাপাশি গুগল এডসেন্স এর মাধ্যমেও টাকা পেতে পারেন।ধরুন আপনি আজ একটি ওয়েবসাইট খুললেন, প্রতিদিন সর্বনিম্ন ১০ টি পন্যের পোস্ট করলেন। ৬ মাসের মধ্যে উক্ত ১০ টি পোস্ট কে ৫০০০০ হাজার মানুষ ভিসিট করল। দেখা গেল আপনার বর্ণনা দেখে ৭০ জন উক্ত পণ্য বা সার্ভিস টি নিল আপনার অ্যাফিলিয়েট লিংক থেকে।এখন আপনি উক্ত ৭০ টি পণ্যের উপর কমিশন পাবেন।যদি আপনি আপনার সাইটে এডসেন্স এর এড বসান মানে গুগল এডসেন্স থেকে আয় করতে চান তাহলে ৫০০০০ ভিসিটরের উপর মিনিমাম ১৫ ডলার পাবেন। ভিসিটর যদি উন্নত দেশ থেকে আসে তাহলে ৫০০০০ ভিসিটরের উপর আপনি আরো বেশি টাকা আয় করতে পারেন।

 

বাংলাদেশ থেকে যে  সকল সাইট বা মার্কেটে অ্যাফিলিয়েট করতে পারেনঃ

ইন্টারন্যাশনাল মার্কেট প্লেস-

  • Amazon.com(বিশ্ব)

  • Amazon.in(ভারতের জন্য)

  • Shareasale.com

  • Clickbank.com

  • Bluehost.com

  • Shopify.com

  • Rakuten.com

  • eBay.com

  • Aliexpress.com

  • Impact.com


দেশের কিছু জনপ্রিয় মার্কেট প্লেস-

  • Bdshop.com

  • Daraz.com

  • Ajkerdeal.com

  • Evaly.com

  • Dianahost

উপরে দেয়া যেকোনো সাইটে বা একাধিক সাইটে আপনি অ্যাফিলিয়েট মার্কেটিং করতে পারেন।


পেমেন্ট কিভাবে পাবেনঃ

  • আপনি সরাসরি ব্যাংকে নিতে পারেন। 

  • চেকের মাধ্যমে নিতে পারেন। 

  • পেপাল এ  নিতে পারেন।

  • উক্ত আয়ের টাকা দিয়ে পণ্য ও নিতে পারেন।

  • পেওনিয়ারে নিতে পারেন।

  • গিফট কার্ডে নিতে পারেন।

  • স্ক্রিলে নিতে পারেন।


অ্যাফিলিয়েট মার্কেটিং এর লিংক দেখতে কেমন হয়ঃ 

আপনাদের বোঝানোর জন্য নিচে একটি অ্যাফিলিয়েট লিংক দেয়া হলোঃ

https://www.bluehost.com/track/bestwebhosting247/



যদি আপনাদের ওয়েবসাইট থাকে তাহলে এইভাবে ↑↑  ব্যানার আকারে দিতে পারেন তাহলে আপনাদের লিংক টা দেখতে ও  সুন্দর লাগবে।


উপরে দেয়া লিংক থেকে কোনো কিছু নিলে  আমি কিছু কমিশন পাব।উক্ত সাইট থেকে আপনারা সল্প মূল্যে ডোমেইন ও হোস্টিং নিতে পারেন ।


পরবর্তীতে ব্ল হোস্ট আমাজন ক্লিক ব্যাংক সহ সকল এফিলিয়েট সাইট নিয়ে বিস্তারিত আলোচনা করব।পরবর্তী আপডেট পেয়ে আমাদের সাইটের সাথেই থাকুন।


বিঃদ্রঃ উপরে দেয়া সকল কমিশন এর পরিমান আপনাদের বুঝানোর জন্য ব্যবহার করা।এর পরিমান কম বেশি হতে পারে কমিশন নির্ভর করে পণ্যের ধরন ও দামের উপর। 

কোনো কিছু জানার বা অভিযোগ থাকলে নিচে কমেন্ট করুন

একটি মন্তব্য পোস্ট করুন

কোনো কিছু জানার বা অভিযোগ থাকলে নিচে কমেন্ট করুন

এখানে কমেন্ট/মন্তব্য করুন (0)

নবীনতর পূর্বতন