নম্বর ঠিক রেখে অপারেটর পরিবর্তন করার পদ্ধতি !

নম্বর ঠিক রেখে অপারেটর পরিবর্তন
Mobile Number Portability


নম্বর ঠিক রেখে অপারেটর পরিবর্তন করার পদ্ধতিঃ

বিসমিল্লাহির রাহমানির রাহিম।

হ্যালো বন্ধুরা, আজকের ব্লগে আপনার সাথে একটি গুরুতপূর্ন বিষয় নিয়ে আলোচনা করা হবে।

আজকের ব্লগে আপনার মোবাইল নাম্বার পরিবর্তন না করে অপারেটর পরিবর্তন করা নিয়ে বিস্তারিত আলোচনা করব; এই বিষয়ে বিস্তারিত জানতে পুরো ব্লগ টি মনোযোগ সহকারে পড়ুন।

নম্বর না পাল্টে অপারেটর পরিবর্তন করাকে ইংরেজিতে Mobile Number Portability(MNP) বলে।

এই সার্ভিস চালু করার অনেক সুবিধা ও অসুবিধা আছে। MNP করার আগে এই ব্লগটি পড়ে নিলে আপনার অনেক উপকার হবে বলে আশা করছি।

Mobile Number Portability / MNP সার্ভিস কিঃ

মোবাইল নাম্বার  ঠিক রেখে অপারেটর পরিবর্তন করা করাকেই MNP বা Mobile Number Portability বলে।

সহজ ভাষায় যদি বলি,আপনি ০১৬******** এই নাম্বারের সিম ব্যবহার করেন।এখন যদি আমি আপনাকে প্রশ্ন করি আপনি কোন সিম বা কোন অপারেটরের সিম চালান।তাহলে নিশ্চিত ভাবে আপনি বলবেন আমি এয়ারটেল সিম ব্যবহার করি।

এখন আপনার কাছে এয়ারটেইল এর অফার / প্যাক / নেট স্পীড ভালো লাগে না। আপনি এয়ারটেল সিম চালাতে চাচ্ছেন না; কিন্তু আপনার উক্ত ০১৬******** নাম্বার টি সবার কাছে আছে। এখন হঠাত করে নাম্বার পরিবর্তন করলে আপনাকে অনেকেই কল করে পাবে না। এমন ও হতে পারে আপনার সিমে বিকাশ / নগদ সহ অন্যান্য একাউন্ট লিংক করা আছে। নেট স্পীড বা অন্য কোনো কারনে আপনি সিম টি পাল্টাতে চাচ্ছেন। এখন সিমটি চাইলেও পাল্টাতে পারবেন না। কারন এটাতে আপনার অনেক গুরুত্তপূর্ন মেসেজ ও কল আসবে। এমন পরিস্থিতি থেকে বাচাতে নিয়ে এলো MNP বা Mobile Number Portability. এই প্রযুক্তি ব্যবহার করে আপনি আপনার নাম্বার ঠিক রেখে অর্থাৎ ০১৬******** এই নাম্বার রেখেই অন্য অপারেটরে যেতে পারবেন। মানে, নাম্বার থাকবে আগের টায় (০১৬********) কিন্তু অপারেটর হবে অন্য টা মানে যেই অপারেটরে আপনি যেতে চান। আপনি এয়ারেল থেকে গ্রামীনে/রবিতে/টেলিটকে/বাংলালিংকে যেতে পারবেন। একইভাবে আপনার যদি ০১৭******** অর্থাৎ গ্রামীন সিম থাকে আপনিও চাইলে MNP এর মাধ্যমে এয়ারটেল/রবি/টেলিটক/বাংলালিংক এ যেতে পারবেন।আপনি যেই সিম ই চালান না কেন! আপনি যেকোনো সময় যেকোনো অপারেটর থেকে অন্য যেকোনো অপারেটরে MNP সার্ভিস নিতে পারবেন।

নোটঃ
উপরে নেয়া সকল অপারেটরের নাম শুধুমাএ বুঝানোর জন্য ব্যবহার করা হয়েছে। এইখানে কোনো অপারেটরকে ছোট বা বড় করে দেখা হয়নি।

MNP সার্ভিস এর মাধ্যমে আপনি নম্বর না বদলিয়ে আপনার পছন্দের অপারেটরে যেতে পারবেন। আপনি চাইলে আগের অপারেটরেও ফিরে আসতে পারবেন,তবে, কিছু শর্ত সাপেক্ষে।

MNP সার্ভিস নিতে কোন চার্জ লাগেঃ

হ্যা। MNP সার্ভিস নিতে কিছু চার্জ লাগবে। একেক অপারেটরে একেক চার্জ বিধায় কত টাকা চার্জ লাগতে পারে তা উল্লেখ করা হলো না।আপনি যেই অপারেটরে যেতে চান সেই অপারেটরের সিম থেকে ১২১ এ কল করে MNP এর সার্ভিস চার্জ জেনে নিতে পারবেন।তবে, এর খরচ ১০০-২৫০৳ মধ্যে হবে।

MNP সার্ভিস নিতে কি কি ডকুমেন্টস লাগেঃ

১। আপনার জাতীয় পরিচয়পএ।

২। আপনার সিম ও মোবাইল।

৩। ছবি সাথে নিতে পারেন।

৪। আপনাকে স-শরীরে যেতে হবে।

MNP এর আবেদন করার কত সময় পর অপারেটর পরিবর্তন হবেঃ

১ ঘন্টা থেকে ৩ ঘন্টার মধ্যে হয়ে যাবে। অনেক সময় এর থেকে কিছু সময় কম বেশি হতে পারে।

MNP এর আবেদন কিভাবে হবেঃ

আপনাকে একটিউ ফর্ম ফিলাপ করতে হবে(কাস্টমার কেয়ারে থাক প্রতিনিধিরাই করে দেবে) ও ফিঙ্গারপ্রিন্ট এর মাধ্যমে আবেদন হয়।

কোথায় থেকে MNP করতে হবেঃ

আপনি যেই অপারেটরে যেতে চান সেই অপারেটরের কাস্টমার কেয়ার থেকে MNP সার্ভিস চালু করতে পারবেন।

MNP করলে আমাকে কি নতুন সিম দেবে নাকি আগের টাই থাকবেঃ

আপনি যেই অপারেটরে যেতে চান সেই অপারেটরের লোগো যুক্র একটি সিম দেবে। প্রসেসিং সম্পন্ন হলে আগের সিম টা আর কাজে লাগবে না। তারা আপনাকে যেই সিম টা দেবে সেই সিম টা পুরোপুরি চালু হয়ে যাবে।আশা করা যায় ফর্ম ফিলাপ করার কিছুক্ষনের মধ্যেই আগের সিম টা বন্ধ ও নতুন সিম চালু হয়ে যাবে।

MNP এর সুবিধা ও অসুবিধাঃ

১। সিমের মধ্যে থাকা Gpay বা অন্য কোনো ব্যাক্তিত ফিন্যান্সিয়াল একাউন্ট থাকলে এই একাউন্ট বন্ধ করে দেয়া হবে ও এই একাউন্ট এর থাকা ব্যালেন্স ও ০০ হয়ে যাবে।MNP সার্ভিস নেওয়ার আগে একাউন্ট এ থাকা Gpay একাউন্ট এর ব্যালেন্স শুন্য করে নিলে ভালো হবে।(বিকাশ/রকেট/নগদ/উপায় এই আওতায় থাকবে না কারণ, এইগুলো কোনো সিম কোম্পানির ব্যক্তিগত মোবাইল ফিন্যান্সিয়াল নয়)

২।একাউন্ট এর ব্যালেন্স/ডাটা/বান্ডেল/প্যাক/মিনিট থাকলে তাও শুন্য হয়ে যাবে।

৩। বিকাশ,রকেট,নগদ,উপায় একাউন্টের বা এই সকল একাউন্টে থাকা ব্যালেন্স এর কোনো ক্ষতি হবে না।(এই গুলো সিম কোম্পানির ব্যাক্তিগত সার্ভিস নয়।

৪।সিমের মধ্যে থাকা সেভ করা নাম্বার গুলো থাকবে না। আপনি চাইলে MNP করার আগে  প্রয়োজনীয় নাম্বার গুলো ফোনে কপি করে রাখতে পারবেন।নতুন সিমে অপারেটর হওয়ার পরেও আপনি চাইলে নাম্বার গুলো আগের সিম থেকে নতুন সিমে কপি করতে পারবেন। তবে, ভালো হবে MNP করার আগেই নাম্বার গুলো ফোনে সংরক্ষন করা।

৫।নাম্বার ঠিক রেখে পছন্দের অপারেটরে যাওয়া যাবে।

৬। আপনার এলাকায় ব্যবহার করা অপারেটর সিমে ভালো নেট না পেলে যেই অপারেটর নেট ভালো দেয় সেই অপারেটরে যেতে পারবেন।

৭। কোনো অপারেটরের ইন্টারনেট সহ অন্যান্য প্যাকেজ এর দাম বেশী হলেও আপনি অপারেটর পরিবর্তন করতে পারেন।

৮। আপনি যত বার মন চায় তত বার MNP করতে পারবেন।তবে, MNP করার পর অন্য অপারেটরে আবার MNP করতে ৯০ দিন অপেক্ষা করতে হবে। অর্থাৎ একবার MNP করার পর আবার MNP করতে এই অপারেটরে সর্বনিম্ন ৯০ দিন থাকতে হবে।

৯। MNP করে নতুন অপারেটরে যেতে গিয়ে আবার আগের বা অন্য অপারেটরে যেতে পারবেন।(শর্ত প্রযোজ্য)

১০। যেহেতু নম্বর আগের টাই আছে তাই কাউকে ফোন করে বলতে হবে না যে এটা আমার নতুন সিম।( সর্বোচ সুবিধা)

১১। যেকোনো অপারেটের MNP করা যায়।

১২। নতুন সিম দিবে; নতুন সিম চালু হওয়ার সাথে সাথে আগের সিম টা বন্ধ হয়ে যাবে।

রিচার্জ কিভাবে বা কোথায় থেকে করবঃ

আপনি যেই অপারেটরে গিয়েছেন সেই অপারেটরের রিটেইলার কাছ থেকে করতে পারবেন।কিন্তু নাম্বার দিয়ে হবে আগের টায়। যেমন, আপনার গ্রামীন সিম কে আপনি রবিতে MNP করেছেন। এখন কিন্তু আপনার অপারেটর রবি; এখন আপনাকে রিচার্জ করতে হলে রবির রিটেইল/এজেন্ট থেকে রিচার্জ করতে হবে।একইভাবে আপনি যদি বিকাশ অথবা অন্য কোনো মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসের মাধ্যমে রিচার্জ করেন তাহলে নাম্বার দিবেন আগের টায় কিন্তু অপারেটর দিবেন যেই অপারেটর MNP করে আসছেন।

একাউন্ট এ থাকা বিকাশ/রকেট/নগদ/উপায় একাউন্টের কোনো সমস্যা হবেঃ

না।একাউন্ট আগের মতই থাকবে। বিকাশ/নগদ/রকেট/উপায় একাউন্ট নাম্বার আগের টায় থাকবে।কেননা, আমরা নাম্বার পরিবর্তন করি নি।

সিমে থাকা ব্যালেন্স ও ডাটা প্যাক ট্রান্সফার হবেঃ

না। MNP করার আগে আপনাকে একাউন্ট এর থাকা ব্যালেন্স ও ডাটা প্যাক খরচ করে নিতে। অন্যথায় ব্যালেন্স এ থাকা টাকা ও এমবি শূন্য হয়ে যাবে।

MNP করলে কোনো অফার থাকবেঃ

এটা অপারেটর অনুযায়ী নির্ভর করে। আপনি যেই অপারেটরে যেতে চান সেই অপারেটরের সিম থেকে ১২১ এ কল করে এই বিষয়ে সর্বোচ্চ সাহায্য পাবেন।

MNP করার পর কোনো অপারেটরের প্যাক বা বান্ডেল ব্যবহার করা যাবেঃ

আপনাদের আরেকটা প্রশ্ন আছে যে, আগের অপারেটর অনুযায়ী প্যাক কিনব নাকি যেই অপারেটরে গেছি সেই অপারেটর অনুযায়ী; MNP করে আপনি যেই অপারেটরে যাবেন সেই অপারেটর অনুযায়ী  প্যাক ব্যবহার করবেন।

নেট  স্পীড কোনো অপারেটরে আওতায় পাবেঃ

MNP করে আপনি যেই অপারেটরে যাবেন সেই অপারেটরের নেট স্পীড পাবেন।

সিটিসেল নাম্বার এ বা সিটিসেল সিম থেকে MNP করা যাবেঃ

না। শুধু গ্রামীনফোন,এয়ারটেল,রবি,বাংলালিংক,টেলিটক এই অপারেটর গুলোতে MNP সার্ভিস নেয়া যাবে।

MNP করলে আমাকে কি নতুন সিম দেবে নাকি আগের টাই থাকবেঃ

আপনি যেই অপারেটরে যেতে চান সেই অপারেটরের লোগো যুক্র একটি নতুন সিম দেবে।

সিমে এফএনএফ করা ছিল সেগুলো কি হবেঃ

যেহেতু আপনি অপারেটর পরিবর্তন করছেন ; আপনার অপারেটরের সাথে সংযুক্র সকল এফএনএফ করা নাম্বার ডিলিট হয়ে যাবে। নতুন অপারেটরে গিয়ে নতুন করে এফএনএফ সেবা চালু করতে পারবেন।

ইমারজেন্সি ব্যালেন্স নেয়া থাকলে কি পরিশোধ করতে হবেঃ

অবশ্যই। আপনার সিমে যদি ইমারজেন্সি ব্যালেন্স নেয়া থাকে তাহলে আগে উক্ত ইমারজেন্সি ব্যালেন্স পরিশোধ করে MNP এর আবেদন করতে পারবেন।


সিম নিয়ে আরো কিছুঃ 

এই MNP বা Mobile Number Portability নিয়ে আমাদের অফিসিয়াল চ্যানেলে ভিডিও দেয়া হবে। সবার আগে দেখতে সাবস্ক্রাইব করে আসুন।

বিকাশ এর চলমান কিছু অফার দেখতে ক্লিক করুন। 

বিকাশ অ্যাপ ডাউনলোড করুনঃ 

বিকাশের সকল অফার ও আপডেট সবার আগে পেতে আমাদের সাথেই থাকুন।

আমাদের ওয়েবসাইট

আমাদের চ্যানেল

আমাদের পেইজ

আমাদের গ্রুপ

আমাদের ইমেইল

যোগাযোগ করুন

কোনো কিছু জানার বা অভিযোগ থাকলে নিচে কমেন্ট করুন

একটি মন্তব্য পোস্ট করুন

কোনো কিছু জানার বা অভিযোগ থাকলে নিচে কমেন্ট করুন

এখানে কমেন্ট/মন্তব্য করুন (0)

নবীনতর পূর্বতন